সার্ক সাহিত্য পুরস্কারে ভূষিত ড. আনিসুজ্জামান

৩০ এপ্রিল ২০১৯, ০৪:৩৮ PM

বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান সার্ক কালচারাল সেন্টার ঘোষিত ‘সার্ক সাহিত্য পুরস্কার ২০১৯’-এর জন্য মনোনীত হয়েছেন। আগামী ২১ মে ভুটানে এ পুরস্কার প্রদান করা হবে।

বাংলা একাডেমির সভাপতির সার্ক সাহিত্য পুরস্কার প্রাপ্তিতে মঙ্গলবার দুপুরে একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে তাকে বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী পুষ্পস্তবক প্রদান করে অধ্যাপক আনিসুজ্জামানকে একাডেমি পরিবারের পক্ষ থেকে অভিনন্দিত করেন। এ সময় একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক নীরুকুমার চাকমা, অধ্যাপক প্রদীপ কুমার রায়, ড. ইসরাইল খান, কবি কাজী রোজী, বাংলা একাডেমির পরিচালক, উপ-পরিচালক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘সার্ক সাহিত্য পুরস্কার’ সার্ক লেখক ও সাহিত্য প্রতিষ্ঠান (ফসওয়াল) কর্তৃক প্রবর্তিত। যা প্রতি বছর প্রদান করা হয়। ২০০১ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে
  • ২৩ জানুয়ারি ২০২৬
দশ দলীয় জোটের গণজোয়ারে আতঙ্কিত হয়ে একটি দল উল্টাপাল্টা বক্ত…
  • ২৩ জানুয়ারি ২০২৬
হাদির হত্যার বিচারের দাবিতে তিতুমীরে বিক্ষোভ মিছিল
  • ২৩ জানুয়ারি ২০২৬
সৌদিতে রমজানে নামাজে লাউড স্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা
  • ২৩ জানুয়ারি ২০২৬
উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
উৎসব আনন্দে জবিতে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা
  • ২৩ জানুয়ারি ২০২৬