লাইফ সাপোর্টে গায়ক সুবীর নন্দী

১৫ এপ্রিল ২০১৯, ১১:৪৪ AM
সুবীর নন্দী

সুবীর নন্দী © ফাইল ফটো

দেশবরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। রবিবার রাত ১১টার দিকে এই গায়ককে লাইফ সাপোর্টে নেয়া হয়।

রবিবার পরিবারসহ ট্রেনযোগে সিলেট থেকে রাজধানী ঢাকায় ফেরার সময় হঠাৎ অসুস্থ হলে সিএমএইচে ভর্তি করা হয় এই গুণী গায়ককে।

জানা যায়, সুবীর নন্দীকে সিএমএইচে আনার পর রাত ১১টার দিকে হার্ট অ্যাটাক হয় তার। পরে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয় সুবীর নন্দীকে। জরুরি বিভাগে আনার আগে যদি তার হার্ট অ্যাটাক হতো তাহলে আর ফেরানো যেত না। তবে ৭২ ঘণ্টার আগে এখনই কিছু বলা যাচ্ছে না বলে জানা যায় পরিবার সূত্রে।

রবিবার পরিবারসহ ট্রেনযোগে সিলেট থেকে ঢাকা ফেরার সময় উত্তরার কাছে আসতেই হঠাৎ শারীরিক অবস্থা খারাপ হয় তার। তাই দেরি না করে তাৎক্ষণিক ট্রেন থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেয়া হয়।

চার বার জাতীয় পুরস্কার ও চলতি বছরে একুশে পদক পাওয়া এই গুণী গায়ক দীর্ঘদিন যাবত কিডনির অসুখে ভুগছেন। তাই রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নিয়মিত ডায়ালাইসিস করান। তবে রবিবার হঠাৎ অসুস্থ হওয়ায় ল্যাব এইডে যেতে সময় বেশি লাগবে বলে দ্রুত সিএমএইচে ভর্তি করা হয়। আর সেখানেই হার্ট অ্যাটাক হয় তার।

ঢাকা-১৮ আসনে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ীদের পাশে থাকার ঘোষ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
তাদের নির্বাচিত করুন, যারা বিদেশে বন্ধু তৈরি করবে প্রভু খুঁ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগেই প্রাথমিকের ১৪৩৮৫ সহকারী শিক্ষক নিয়োগের চূড়া…
  • ২৩ জানুয়ারি ২০২৬
রাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশের সময় জানা গেলে
  • ২৩ জানুয়ারি ২০২৬
পূজার অর্জিত বিদ্যা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এক বছরে দুইবার রমজান, আরেক বছরে মিলবে তিন ঈদ—কোন কোন বছর ঘট…
  • ২৩ জানুয়ারি ২০২৬