সাংস্কৃতিক ব্যক্তিত্ব আ জ ম ওবায়েদুল্লাহর ইন্তেকাল

১১ মে ২০২৫, ১০:৩৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৯:১৪ AM
আ জ ম ওবায়েদুল্লাহ

আ জ ম ওবায়েদুল্লাহ © সংগৃহীত

প্রখ্যাত সাংস্কৃতিক সংগঠক, লেখক, গবেষক ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আ জ ম ওবায়েদুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

আজ রবিবার (১১ মে) বেলা ১১টায় চট্টগ্রাম নগরের ঐতিহাসিক প্যারেড ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, ভোলার চরফ্যাশনে জন্মগ্রহণ করা আ জ ম ওবায়েদুল্লাহ চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। পরে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেন। ২০২২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রতিষ্ঠাকালীন রেজিস্ট্রার ও সবশেষ বিশ্ববিদ্যালয়টির পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

মোটিভেশনাল স্পিকার হিসেবে পরিচিত আ জ ম ওবায়েদুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি সাহিত্য-সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবেই সমধিক পরিচিত ছিলেন। তিনি মাসিক অঙ্গীকার ডাইজেস্টের সম্পাদক এবং হুইল বিজনেস ম্যাগাজিনের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর লেখা জনপ্রিয় বইয়ের মধ্যে ‘তরুণ তোমার জন্য‘ ও ‘স্বপ্নের ঠিকানা‘ উল্লেখযোগ্য।

ড. আ জ ম ওবায়েদুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সুন্দরগঞ্জে গরিব-দুঃখীদের মাছ গেল কর্মকর্তাদের ঝুলিতে
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার জানাজায় মারা যাওয়া নিরবের বাড়িতে ছুটে গেলেন বি…
  • ০১ জানুয়ারি ২০২৬
যোগদানের দিন থেকেই বেতন পেতে যাচ্ছেন কারিগরি শিক্ষকরা
  • ০১ জানুয়ারি ২০২৬
আড়ং নিয়োগ দেবে ক্যাশিয়ার, কর্মস্থল চট্টগ্রাম
  • ০১ জানুয়ারি ২০২৬
শতভাগ বই পেয়েছে প্রাথমিকের শিক্ষার্থীরা: প্রাথমিকশিক্ষা উপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
পবিত্র কোরআন হাতে শপথ নেবেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জো…
  • ০১ জানুয়ারি ২০২৬