সমাহিত হলেন কবি আল মাহমুদ

১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:২৭ PM

© ফাইল ফটো

শেষ ঠিকানায় পৌঁছে দেয়া হয়েছে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে। রবিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজার নামাজ শেষে বেলা তিনটার দিকে স্থানীয় মৌড়াইল কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

কবির জানাজার নামাজে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে কবির মরদেহের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দাফনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হয় মৌড়াইল কবরস্থানে।

এর আগে বেলা সোয়া ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি আল মাহমুদের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি রাখা হয় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারের সামনে। সেখানে অনেকেই আসেন কবিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে।

এদিকে, শনিবার বাংলা একাডেমির নজরুল মঞ্চে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হন ‘সোনালী কাবিন’ ক্যাত এই কবি। পরে কবির মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে দুপুর ১২টা ২০ মিনিটে টেনিস গ্রাউন্ডে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। তারপর মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে বাদ যোহর কবির দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। তারপর শনিবার রাত ৮টা ১০ মিনিটে কবির মরদেহ অ্যাম্বুলেন্সে করে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মৌড়াইল মহল্লায় তার পৈত্রিক বাড়িতে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি আল মাহমুদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

ট্যাগ: কবি
দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবির বি ও সি ইউনিটে শততম নুহা—জাবি ও শাবিতে পজিশন ৫০-এর নি…
  • ২৩ জানুয়ারি ২০২৬