কবি আল মাহমুদের শারীরিক অবস্থার আরও অবনতি

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৩ AM
হাসপাতালে চিকিৎসাধীন কবি আল মাহমুদ

হাসপাতালে চিকিৎসাধীন কবি আল মাহমুদ © আবিদ আজমের ফেসবুক পেজ থেকে নেওয়া

আইসিইউতে ভর্তি কবি আল মাহমুদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গত শুক্রবার রাতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে ধানমণ্ডির শংকরে ইবনে সিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে নিউরোলজিস্ট ডা. আবদুল হাইয়ের অধীন চিকিৎসাধীন রয়েছেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এ কবি।

আল মাহমুদের সহকারী আবিদ আজম আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কবি আল মাহমুদের শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আজ দুপুরের মধ্যে ডাক্তাররা সাংবাদিক সম্মেলন করে সর্বশেষ পরিস্থিতি জানাবেন। 

তিনি জানান, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন হাসপাতালের আইসিইউতে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার পরিবার কবির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে তিনি জানান।

সহকারী আবিদ আজম আরো জানান, শনিবার সন্ধ্যার পর থেকে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে তার। আল মাহমুদের সঙ্গে তার পরিবারের সদস্যরাও রয়েছেন।

কবি আল মাহমুদ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন।

তিনি ১৯৭১ খ্রিষ্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সম্মুখ সমরে অংশ নিয়েছেন। তিনি সরকার বিরোধী দৈনিক গণকণ্ঠ (১৯৭২-১৯৭৪) পত্রিকা সম্পাদনা করেছেন। লোক লোকান্তর(১৯৬৩), কালের কলস (১৯৬৬), সোনালী কাবিন (১৯৬৬) ইত্যাদি মাহমুদের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

ট্যাগ: কবি
দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবির বি ও সি ইউনিটে শততম নুহা—জাবি ও শাবিতে পজিশন ৫০-এর নি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ফিক্সিং অভিযোগে পদ ছাড়লেন বিসিবি পরিচালক
  • ২৩ জানুয়ারি ২০২৬