শ্রমনীতি বাস্তবায়নের দাবি

নোয়াখালীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক সমাবেশ ও র‍্যালি

০১ মে ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM

© টিডিসি ফটো

নোয়াখালীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘শ্রমিক সমাবেশ ও র‍্যালি’ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বৃহস্পতিবার (১ মে) সকালে নোয়াখালী জেলা সিএনজি স্ট্যান্ড মাঠে নোয়াখালী শহর ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন জেলা সিএনজি স্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল ফারুক একাডেমি স্কুল মাঠে এসে শেষ হয়।

সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, নোয়াখালী শহর শাখার সভাপতি মাহবুবুর রহমান রিয়াদের সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার সভাপতি মমিন উল্যাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমীর ও নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ইসহাক খন্দকার। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জহিরুল আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী শহর আমীর ও নোয়াখালী শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ইউসুফ, নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ ও নোয়াখালী জজকোর্টের অতিরিক্ত পিপি এডভোকেট মোহাম্মদ আলী শহীদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শাহ মিজানুল হক মামুন, নোয়াখালী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তাকরীর হোসাইন, নোয়াখালী শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন এবং নোয়াখালী জেলা সিএনজি স্ট্যান্ড কমিটির সভাপতি মঞ্জুরুল আলম কচি ও সাধারণ সম্পাদক মো. বাবুল প্রমুখ। 


এ সময় বক্তারা বলেন, ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকেরা কাজের সময়সীমা আট ঘণ্টা নির্ধারণ, কাজের উন্নত পরিবেশ, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ধর্মঘট আহ্বান করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সেদিন দাবি আদায়ের জন্য পথে নেমে এসেছিলেন। কিন্তু সেদিন বিক্ষোভ দমনে প্রশাসনের লেলিয়ে দেওয়া পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করেছিলেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। সে ঘটনায় তখন সারা বিশ্ব সোচ্চার হয়ে ওঠে। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা পায় শিকাগোর শ্রমিকদের আত্মদানের মধ্য দিয়েই।

তারা আরও বলেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ সহ সারা বিশ্বে আজও শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারেনি। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার সর্বক্ষেত্রে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে এদেশে ইসলামী শাসন কায়েমের মধ্যে দিয়ে ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’ শ্রমিকদের ন্যায্য দাবি নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, এদেশে স্বৈরশাসক চাঁদাবাজের বিদায় হয়েছে কিন্তু নব্য চাঁদাবাজের উত্থান হয়েছে। কোন টেন্ডারবাজি, চাঁদাবাজি এই নোয়াখালীতে হবে না। নতুন করে যারা চাঁদাবাজি টেন্ডারবাজিতে লেগেছে তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করার আহ্বানি জানিয়েছেন তারা।

কত আসনে নির্বাচন করবে জানালো ইসলামী আন্দোলন
  • ২১ জানুয়ারি ২০২৬
ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪
  • ২১ জানুয়ারি ২০২৬
করাচিতে শপিং মলে ভয়াবহ আগুন: নিহত ২৮, নিখোঁজ ৮১
  • ২১ জানুয়ারি ২০২৬
২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন তারেক রহমান
  • ২১ জানুয়ারি ২০২৬
দুর্নীতির অভিযোগে যবিপ্রবির শিক্ষক ও প্রকৌশলী বরখাস্ত
  • ২১ জানুয়ারি ২০২৬
টেকনাফ সীমান্তে ১০টি স্থলমাইনের চাপ প্লেট উদ্ধার, এলাকাজুড়ে…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9