‘আলোয় আলোয় মুক্তির’ সন্ধানে বর্ষবরণ করছে ছায়ানট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ AM , আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ০৭:৩৮ AM

‘আলোয় আলোয় মুক্তির সন্ধানে’ রমনা বটমূলে আনুষ্ঠানিক ভাবে বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছরকে। সোমবার (১৪ এপ্রিল) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গানের মূর্ছনায় উৎসবমুখর আয়োজনে রমনা বটমূলে ১৪৩২ বরণ শুরু করে ছায়ানটের শিল্পীরা।
গান-কবিতা আর যন্ত্রের সুরে নতুন প্রভাতে নবজাগরণের আহ্বান শিল্পীদের। উৎসবপ্রিয় বাঙালির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বরণ পেল ভিন্ন রঙ।
এদিন সকাল সোয়া ৬টার দিকে আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয়েছে বর্ষবরণের এবারের আয়োজন। বর্ষবরণ অনুষ্ঠানের মূল বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’।
আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠান। গান, বাজনা, আলাপে প্রত্যাশা করা হলো সুন্দর আগামীর। বিগত বছরের অমঙ্গল দূর করে শুভ চিন্তার উদয় হোক এ প্রত্যাশা সবার।