সিলেট সাদা পাথরে বেড়াতে গিয়ে হার্টঅ্যাটাকে কিশোরীর মৃত্যু

০২ এপ্রিল ২০২৫, ০৭:৪৫ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০০ PM
সাদা পাথর

সাদা পাথর © সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর পর্যটন স্পটে ঈদের ছুটিতে ঘুরতে গিয়ে ১৪ বছর বয়সী কিশোরী তাচ্ছিলের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, হার্টঅ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে। তাচ্ছিল সিলেটের জল্লারপাড় এলাকার প্রলয়ের মেয়ে।

বুধবার (২ এপ্রিল) দুপুরে সাদা পাথর পর্যটন স্পটে অসুস্থ হয়ে পড়লে তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনসার সদস্য হেলাল, ফটোগ্রাফার আলমগীর হোসেন এবং নিহতের পরিবারের সদস্যরা জানান, দুপুর ১টার দিকে তাচ্ছিল তার পরিবারের সঙ্গে ঈদের ছুটিতে সাদা পাথরে আসেন। সেখানে হাঁটুপানিতে নামার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রভাকর রায় বলেন, পারিবারিক তথ্য অনুযায়ী, তার আগে থেকে হার্টে সমস্যা ছিল। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় আমরা ধারণা করছি, হার্টঅ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, তাচ্ছিলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর হামলার অভিযোগ
  • ২২ জানুয়ারি ২০২৬
নতুন পে স্কেলে ভাতা বৃদ্ধির যত সুপারিশ
  • ২২ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পদ হারালেন বিএনপি নেতা মাসুদ ও শিপন
  • ২২ জানুয়ারি ২০২৬
গানম্যান চাইলেন হান্নান মাসউদসহ দুই প্রার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
জিয়া পরিষদের সদস্য সহকারী অধ্যাপককে হত্যা
  • ২২ জানুয়ারি ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে হাতুড়িপেটার অভিযোগ, গ্রেপ্তা…
  • ২২ জানুয়ারি ২০২৬