গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রতিবাদ সমাবেশ
প্রতিবাদ সমাবেশ  © টিডিসি ফটো

গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম।  

শুক্রবার (২৮ মার্চ) জুম্মার নামাজ শেষে বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল কলবাড়ী বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপকূলীয় অঞ্চলের মানবিক ব্যক্তিদের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে তিন শতাধিক মানুষ অংশ নেন।  

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন—স্টপ জেনোসাইড’, ‘বয়কট বয়কট—ইসরায়েলি পণ্য বয়কট’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি—প্যালেস্টাইন উইল বি ফ্রি’ ইত্যাদি স্লোগানে শ্যামনগরের আকাশ-বাতাস প্রকম্পিত করেন।  

সমাবেশে সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের স.ম ওসমান গনী সোহাগের সঞ্চালনায় বুড়িগোয়ালিনী ইউনিটের সহ-সভাপতি মো. ওবায়দুল্লাহ আল মামুন, কলবাড়ী বাজার ঈদগাহ কমিটির আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন শ্যামনগর উপজেলা শাখার যুব বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, শ্যামনগর অনলাইন নিউজ ক্লাবের সাবেক সভাপতি মো. মারুফ হোসেন মিলন, সরদার চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি এস. এম নুরুল আলম, ছাত্রনেতা মো. আশিকুর রহমান, কলবাড়ী স্পোর্টস ফ্যামিলির মো. নাঈম ইসলাম ও ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

সমাবেশে বক্তব্য রাখেন এনজিও কর্মী মো. মাসুদুর রহমান। তিনি বলেন, ‌‘সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তিগুলো ফিলিস্তিনকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। সেখানে নারী, শিশু ও বৃদ্ধদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। বিশ্ববাসী চুপ থাকলে এই নির্মমতা আরও ভয়াবহ রূপ নেবে। আমরা ইসরায়েলের বর্বরতার তীব্র নিন্দা জানাই।’ 

সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক মো. সবুজ বিল্লাহ বলেন, ‘ফিলিস্তিনে ছোট ছোট শিশুরা প্রতিনিয়ত নির্মম হত্যার শিকার হচ্ছে। কিন্তু বিশ্ববিবেক নির্বিকার। আমরা চাই, ফিলিস্তিনের মানুষ তাদের ন্যায়সংগত অধিকার পাক, দখলদার ইসরায়েলি বাহিনী তাদের ভূমি ছেড়ে চলে যাক।’

শ্যামনগর কেন্দ্রীয় কামিল মাদরাসার শিক্ষার্থী হাফেজ জাকির হোসেন বলেন, ‘এই নির্যাতন বন্ধ না হলে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন মানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।’

ত্রিপাণী বিদ্যাপিঠের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জনগণের ওপর নির্যাতন চালিয়ে আসছে। বিশ্ব সম্প্রদায়ের উচিত তাদের প্রতি সহমর্মিতা দেখানো এবং এই নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া।’ 

সমাবেশ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর বুড়িগোয়ালিনী ইউনিয়ন সমন্বয়কারী ও কলবাড়ী বাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জয়নুল আবেদীন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence