ফেনীতে জুলাই-২৪ শহীদ চত্বরের উদ্বোধন

‘জুলাই-২৪’ শহীদ চত্বর
‘জুলাই-২৪’ শহীদ চত্বর  © সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গণহত্যায় নিহত ফেনীর ১১ শহীদের স্মরণে ‘জুলাই-২৪’ শহীদ চত্বরের উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ২৬ মার্চ) বিকেলে শহরের সদর হাসপাতাল মোড় এলাকায় একরাম চত্বরের স্থানে এটির পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

জানা গেছে, গত ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে মহিপালে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে নয়জন প্রাণ হারান। এছাড়া, ফেনীর আরো দুই শহীদ ঢাকায় ও চাঁদপুরে প্রাণ হারান। সর্বমোট ১১ শহীদের স্মৃতিকে ধরে রাখতেই এই চত্বর তৈরি করা হয়েছে।

‘জুলাই-২৪’ শহীদ চত্বরটি ‘জেড’ আকৃতি, অর্থাৎ শেষ প্রজন্ম বা ‘জেড জেনারেশন’ রূপকে প্রাধান্য দেওয়া হয়েছে। 
এছাড়া, পুরো গোলচত্বরে ১১ শহীদের জন্য ১১টি ফলকও নির্মাণ করা হয়। ফেনী পৌরসভার অর্থায়নে সর্বমোট ২৬ লাখ টাকা ব্যয়ে এই চত্বর তৈরি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, শহীদ পরিবারের সদস্য, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা। 

উল্লেখ্য, এর আগে এ চত্বরটি ‘শহীদ একরাম চত্বর’ নামে পরিচিত ছিল। ২০১৪ সালের নৃশংসভাবে প্রকাশ্য দিবালোকে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও আগুনে পুড়িয়ে নিজ দলীয় লোকজন হত্যা করেছিল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence