জুলাই আন্দোলনকে একাত্তরের সঙ্গে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন

সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান(বামে)
সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান(বামে)  © সংগৃহীত

ছাত্র-জনতার চব্বিশের জুলাই আন্দোলনকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে বীর মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েছেন ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।

বুধবার (২৬ মার্চ) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। পরে ক্ষমা চান সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান। 

সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান তার বক্তব্যে বলেন, ‘১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম তার এখনো অপূর্ণতা রয়ে গেছে। যার কারণে ২০২৪ সালে জুলাই আন্দোলন। বীর মুক্তিযোদ্ধাদের যেমন সংবর্ধনা দিয়েছি, জুলাই আন্দোলনকারীদেরও সংবর্ধনা দেব।’

তিনি আরও বলেন, ‘যে দুই কারণে ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছিল, একই কারণে ২০২৪ এ যুদ্ধ হয়। বার বার যুদ্ধ করেছি।’

এ বক্তব্য দিয়ে সামনে বসে থাকা বীর মুক্তিযোদ্ধাদের তোপের মুখে পড়েন এই সিভিল সার্জন। তারা আসন থেকে উঠে এর প্রতিবাদ করেন। তারা বলেন, ‘আপনি বলছেন একই কারণে যুদ্ধ হয়েছে। একই কারণে না। ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধের সঙ্গে ২০২৪-এর আন্দোলনে তুলনা হয় না। আপনার কথা উইড্রো করেন। আপনি নেমে যান।’

পরে নিজের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, ‘আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার অজান্তে কোনও কথা আপনাদের কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত।’

এরপর জেলা প্রশাসক তানভীর আহমেদ সবাইকে শান্ত হওয়ার জন্য বলেন। হট্টগোল বন্ধ না হওয়ায় এক বীর মুক্তিযোদ্ধা সবার কাছে ক্ষমা চান এবং সবাইকে নীরব থাকার আহ্বান জানান। পরে সবাই শান্ত হন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence