তারাবির নামাজ পড়াতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় হাফেজের মৃত্যু

হাফেজ মাওলানা সালেহ আহমেদ
হাফেজ মাওলানা সালেহ আহমেদ  © সংগৃহীত

রাজশাহীতে তারাবির নামাজ পড়াতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হাফেজ মাওলানা সালেহ আহমেদ (২৫) নামের এক ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) রাত আনুমানিক ৮টার সময় রাজশাহী মহানগরীর বিহাস এলাকায় এই ঘটনা ঘটে।  

তিনি কাটাখালি পৌরসভার বাখরাবাজ মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম রবিউল ইসলাম। নিহত হাফেজ মাওলানা সালেহ আহমেদ জামিয়া উসমানিয়া হোছাইনাবাদ মাদ্রাসার একজন শিক্ষার্থী ছিলেন এবং নিয়মিতভাবে তারাবির নামাজে ইমামতি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মসজিদে নামাজ পড়াতে যাওয়ার পথে একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাফেজ মাওলানা সালেহ আহমেদের মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।


সর্বশেষ সংবাদ