মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ

দুর্ঘটনার পর রানওয়ের পাশে পড়ে থাকা বিমান
দুর্ঘটনার পর রানওয়ের পাশে পড়ে থাকা বিমান  © আনন্দবাজার

আমেরিকার ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েক জনের প্রাণহানি হতে পারে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার ওয়াটসনভিল শহরের বিমানবন্দরে দু'টি ছোট বিমান অবতরণের চেষ্টা করেছিল। সে সময়ই দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াটসনভিল মিউনিসিপ্যাল বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। বিমান ওঠা-নামার জন্য বিমানবন্দরটিতে ‘কন্ট্রোল টাওয়ার’ নেই। তবে দুর্ঘটনার সময় রানওয়েতে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে কেউ আহত হননি।

আরও পড়ুন: অর্থনীতি বাঁচাতে তরুণ-তরুণীদের মদপানে উৎসাহ দিচ্ছে জাপান

নিউইয়র্ক পোস্ট জানায়,  দুটি বিমানে তিন জন ছিলেন। দুর্ঘটনায় তাঁদের কেউ বেঁচে রয়েছেন কিনা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় ২০০ ফুট উচ্চতায় ছিল দুটি বিমান। দুর্ঘটনা কী ভাবে ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence