আমিরাতে লটারিতে প্রায় ৫০ কোটি টাকা জিতলেন এই বাংলাদেশি

০৪ জুন ২০২২, ১১:৫৪ AM
আরিফ খান

আরিফ খান © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে 'মাইটি ২০ মিলিয়ন' লটারিতে ২ কোটি দিরহাম জিতেছেন শারজায় বসবাসকারী বাংলাদেশি আরিফ খান। যা বাংলাদেশি টাকায় প্রায় ৫০ কোটি। গত ২৭ মে ১৪৪৪৮১ নম্বরের টিকিটটি কিনেছিলেন আরিফ।

বাংলাদেশি এই যুবক গত ৪ বছর ধরে শারজায় কাজ করছেন। গত শুক্রবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৩৬ বছর বয়সী আরিফ খান বলেন, আমি সব সময় একা একা টিকিট কিনি। আমি শুধু আমার ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছিলাম। আমি আমার জীবনে আর কোনো লটারির টিকিট কিনিনি। আমি গত এক বছর ধরে টিকিট কিনছিলাম।

আরিফ খান বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা এবং শারজায় একটি গাড়ি রক্ষণাবেক্ষণের দোকান চালান।

লটারির টাকা দিয়ে কী করবে তা জানতে চাইলে আরিফ বলেন, আমার কোনো পূর্বপরিকল্পনা নেই। আমি সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে এই টিকিটের প্রচার দেখেছি এবং আগ্রহী হয়েছি। আমি আগে কখনো আমার ভাগ্য পরীক্ষা করিনি। আমি ১২ বছর সৌদি আরবে কাজ করেছি। আমার ব্যবসা সেখানে ধস নেমেছে। কিন্তু এখন সব ঠিক আছে।

আরিফ খান যারা অভাবী তাদের সাহায্য করার জন্য লটারিতে বিজয়ী টাকা ব্যবহার করতে চান। তিনি বলেন, আমার দুই সন্তান আছে, আমার স্ত্রী ও বাবা-মা। আমার ভাই এখানে একটি দোকান চালান। আমরা একটি সুখী পরিবার। আমি আশা করি এই অর্থ অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা যেতে পারে। অর্থ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জিনিস। সুতরাং, আমি অন্যদের সাহায্য করার জন্য এটি ব্যবহার করতে চাই এবং এটি পেয়ে নিজেকে পরিবর্তন করতে চাই না।

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা
  • ০৯ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে পাঁচ দেশের দিকে
  • ০৯ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য …
  • ০৯ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী বাস উল্টে নিহত ২, …
  • ০৯ জানুয়ারি ২০২৬
সারা দেশে ভয়েস ওভার ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
  • ০৯ জানুয়ারি ২০২৬
ইরানে সরকারি টেলিভিশন ভবনে অগ্নিকাণ্ড
  • ০৯ জানুয়ারি ২০২৬