ইমরান খানকে গ্রেপ্তার করা হবে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
- টিডিসি ডেক্স
- প্রকাশ: ০১ মে ২০২২, ১১:৩২ PM , আপডেট: ০১ মে ২০২২, ১১:৫৫ PM
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ খানকে হেনস্তা ও চোর চোর বলে শ্লোগান দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করার অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।
রবিবার (১ মে) এক বিবৃতিতে এই অঙ্গীকার করেন তিনি। বিবৃতিনে ইমরান খানকে তিনি ফিতনা বলে অভিহিত করেন।
রানা সানাউল্লাহ বলেন, মসজিদে নববীতে তারা যা করেছে সেটি ক্ষমার অযোগ্য অপরাধ। এই ঘটনায় ইমরান খানকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।
পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, মসজিদে নববীতে ঘটে যাওয়া ঘটনায় ইমরান খান ও তার দলের শীর্ষ শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলাটি পাকিস্তানের দণ্ডবিধি ২৯৫ ( ধর্মীয় স্থাপনার পবিত্রতা নষ্ট এবং ক্ষতিসাধন), ২৯৫-এ এবং ১০৯ ধারায় মামলা করা হয়েছে।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মসজিদে নববীতে যে ঘটনা ঘটেছে সেটি সুপরিকল্পিত এবং ষড়যন্ত্র মূলক ভাবে করা হয়েছে। এই ঘটনার ভিডিও ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। সেখানে এর প্রমাণ রয়েছে।