কাবুলে মসজিদে বিস্ফোরণ, নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে

মসজিদে বিস্ফোরণে আহত ব্যক্তি
মসজিদে বিস্ফোরণে আহত ব্যক্তি  © সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালে বিস্ফোরণের ঘট্নায় নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। এর আগে প্রাথমিক ১০ জন নিহতের কথা বলা হয়েছিল। রাজধানী কাবুলের পশ্চিমে খলিফা সাহিব মসজিদে জুমার নামাজের পর বিস্ফোরণটি হয়। মসুল্লিরা তখন নামাজশেষে জিকির করছিলেন।

মসজিদ কমিটির প্রধান সাঈদ ফাজিল আঘার বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ১০ জন নিহতের কথা বলা হয়েছিল। মসজিদ কমিটির প্রধান সাঈদ ফাজিল আঘার বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বিসমুল্লাহ হাবিব জানান, গতকাল স্থানীয় সময় বেলা ২টার দিকে পশ্চিম কাবুলের খলিফা সাহিব মসজিদে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় সুন্নি মসজিদটিতে মুসল্লিরা জিকির করছিলেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাব্বির জানিয়েছেন তিনি বিস্ফোরণের পর মানুষকে অ্যাম্বুলেন্স ভর্তি করে নিয়ে যেতে দেখেছেন। তিনি বলেন, ‘বিস্ফোরণ খুবই জোরালো ছিল, ভেবেছিলাম কানের পর্দা ফেটে গেছে।’

আফগানিস্তানে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি প্রাণঘাতী বিস্ফোরণ ঘটেছে। এর কয়েকটি হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস।

আফগানিস্তানের তালেবান শাসকেরা গত বছরের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে বলে আসছেন, তারা দেশকে সুরক্ষিত করেছেন। এছাড়া আইএস জঙ্গিদের স্থানীয় জনবল নির্মূলেরও দাবি করে থাকে তালেবান। তবে আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকদের ধারণা, আফগানিস্তানে জঙ্গি তৎপরতা বাড়ার আশঙ্কা রয়েছে।

ইতোপূর্বে বেশ কয়েকটি হামলায় শিয়া মতালম্বীদের নিশানা বানানো হয়েছে। তবে শুক্রবার যেখানে বিস্ফোরণ ঘটানো হয় সেটি সুন্নিদের মসজিদ ছিল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence