পাকিস্তানে পার্লামেন্ট বহাল, শনিবার অনাস্থা ভোট
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১০:১২ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২২, ১০:৩০ PM
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব খারিজের আদেশ এবং পার্লামেন্টে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে দেশটির সর্বোচ্চ আদালাত। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে এই রায় ঘোষণা করেন পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল।
রায়ে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকারের অনাস্থা ভোট খারিজকে অবৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ইমরান খানের সরকারের ভাগ্য সংসদে আগামী শনিবার ভোটের মাধ্যমে নির্ধারিত হবে বলে জানিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ চতুর্থ দিনের শুনানি শেষে এই রায় ঘোষণা করেছেন। প্রধান বিচারপতি বান্দিয়ালের নেতৃত্বাধীন এই বেঞ্চের সদস্য ছিলেন বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম মিয়াঁখেল, বিচারপতি মুনিব আখতার এবং বিচারপতি মান্দোখেল।
আওর পড়ুন: ‘ভিসি-প্রো-ভিসি-ট্রেজারার’ কিছুই নেই পাবিপ্রবিতে
আদালত নির্দেশ দিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকাল দশটায় পার্লামেন্টের (জাতীয় পরিষদ) অধিবেশন আয়োজন করতে। প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের মীমাংসা না করা পর্যন্ত এই অধিবেশন স্থগিত করা যাবে না।
প্রধান বিচারপতি বলেন, ৩ এপ্রিল ডেপুটি স্পিকার একটি রুল জারি করেছেন। এতে অনস্থা প্রস্তাব খারিজ করা হয়েছে। ডেপুটি স্পিকারের ওই রুল ছিল অসাংবিধানিক।রায়ে বলা হয়েছে, জাতীয় পরিষদের কোনও সদস্যের অধিবেশনে অংশগ্রহণ নিয়ে সরকার হস্তক্ষেপ করতে পারে না।