অভিনয় ছেড়ে নায়িকা ময়ূরী এখন গুগল ইন্ডিয়ার প্রধান

১৯ মার্চ ২০২২, ১১:১২ AM
ময়ূরী কাঙ্গো

ময়ূরী কাঙ্গো © সংগৃহীত

বলিউডের সাবেক অভিনেত্রী ময়ূরী কাঙ্গো। পড়াশোনায় বরাবরই ভালো ছিলেন। স্বপ্ন পূরনের জন্য এসেছিলেন মুম্বাইতে। নাম লিখেছেন বলিউডে। কিন্তু তবে ময়ূরীর ফিল্মি ভাগ্য সঙ্গ দেয়নি। তাই একদিন গ্ল্যামার দুনিয়া ছেড়ে তিনি পা রেখেছিলেন করপোরেট দুনিয়ায়। এখন তিনি গুগল ইন্ডিায়ার প্রধান।

১৯৯৫ সালে পরিচালক সাঈদ আকতার মির্জার ‘নাসিম’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয়। তখন তিনি দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। ‘নাসিম’ ছবি দেখে চিত্র পরিচালক মহেশ ভাটের বেশ পছন্দ হয় নবাগত ময়ূরীকে। মহেশ তার পরবর্তী ছবি ‘পাপা ক্যাহতে হ্যায়’-এর নায়িকা হিসেবে নেন তাকে। এই ছবি ময়ূরীকে তারকাখ্যাতি দিয়েছিল।

আরও পড়ুন: জাপানি নামের ব্রান্ডে ঢাবির ছাত্র বাবা-ছেলের বাজিমাত

আজও সিনেমাপ্রেমীদের স্মৃতিতে আছেন তিনি মহেশের এই ছবির জন্যই। এরপর তার অভিনীত ‘হোগি প্যায়ার কি জিত’, ‘বেতাবি’, ‘বাদল’ ছবিগুলো মোটামুটি আয় করেছিল। কিন্তু ময়ূরীর বাকি ছবিগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তাকে শেষ বড় পর্দায় দেখা গেছে তেলেগু ছবি ‘ভামসি’-তে। এই ছবিতে তিনি ছাড়া ছিলেন দক্ষিণি তারকা মহেশ বাবু আর নম্রতা শিরোদকর। বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। কিন্তু এখানেও তিনি সফলতা পাননি। ময়ূরীর কথা অনুযায়ী তাঁর অভিনীত প্রায় ১৬টি ছবি মুক্তি পায়নি।

ময়ূরী কানপুর আইআইটিতে সুযোগ পেয়েছিলেন। কিন্তু বলিউডে নিজের ক্যারিয়ার গড়তে এসে এত ভালো সুযোগ তাঁর হাতছাড়া হয়ে গিয়েছিল। ছবির জগতে সেভাবে সফলতা না পাওয়ায় একদিন গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি। ২০০৩ সালে এনআরআই আদিত্য ঢিল্লনের সঙ্গে ঔরাঙ্গাবাদে গাঁটছড়া বাঁধেন এই বলিউড রূপসী। বিয়ের পর আদিত্যর হাত ধরে সুদূর মার্কিন মুলুকে পাড়ি জমান ময়ূরী।

আর এখানেই তিনি বিপণন ও অর্থায়নের ওপর এমবিএ করেন। শুরু হয় ময়ূরীর নতুন এক জীবন। ২০১২ সাল পর্যন্ত আমেরিকায় চাকরি করেছিলেন তিনি।

২০১৩ সালে দেশে ফিরে আসেন ময়ূরী। আর এখানে এসে ফরাসি বিজ্ঞাপন কোম্পানি পারফরমিক্সে কাজ করেন তিনি। ২০১৯ সালে তাঁর জীবনে আসে বড় এক সুযোগ। গুগল ইন্ডিয়ায় যোগ দেন তিনি। গুগল ইন্ডিয়ার প্রধান পদে নিযুক্ত হয়েছিলেন ময়ূরী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দপ্তরের কিছু ঝলক দেখিয়েছেন তিনি। বলিউডের ব্যর্থ নায়িকা ময়ূরী আজ করপোরেট দুনিয়ায় চূড়ান্ত সফলতার কাহিনি লিখেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬, আবেদন এইচএসসি-এস…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ১১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার ৩৯
  • ১১ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক আটক
  • ১১ জানুয়ারি ২০২৬
আপিলে বৈধতা পেলেন জামায়াতের আরও এক প্রার্থী
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9