জেলেনস্কির কমেডি সিরিজ আসছে নেটফ্লিক্সে

‘সার্ভেন্ট অব দ্য পিপল’ সিরিজের দৃশ্য
‘সার্ভেন্ট অব দ্য পিপল’ সিরিজের দৃশ্য  © সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একসময় অভিনেতা ও কমেডিয়ান ছিলেন৷ ২০১৫ সালে ‘সার্ভেন্ট অফ দ্য পিপল' সিরিজে তিনি স্কুল শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন৷ ঐ কমেডি সিরিজে দেখা গেছে, রাষ্ট্রীয় দুর্নীতি নিয়ে দেয়া তার বক্তৃতার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর একসময় জেলেনস্কি প্রেসিডেন্ট হয়ে যান৷ তার এক ছাত্র ভিডিওটি গোপনে ধারণ করে প্রকাশ করেছিল৷

সিরিজটি ইউক্রেনে বেশ জনপ্রিয়তা পেয়েছিল৷ বেশ কিছু পুরস্কারও জিতেছিল সেটি৷ সম্প্রতি রাশিয়া ইউক্রেনে হামলা করার পর বিশ্বব্যাপী জেলেনস্কির জনপ্রিয়তা অনেকখানি বেড়েছে৷ একসময়ের কমেডিয়ান জেলেনস্কি যুদ্ধকালীন নেতা হিসেবে পরিচিত হয়ে উঠেছেন৷ সে কারণে তার অভিনীত কমেডি সিরিজের চাহিদাও বেড়েছে৷ বিশ্বের বিভিন্ন দেশে সিরিজটি দেখানোর উদ্যোগ নেয়া হয়েছে৷

সেটি আবার সম্প্রচারিত হতে যাচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গতকাল বুধবার জেলেনস্কির অভিনয় করা ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ ধারাবাহিকটি ফিরিয়ে আনার খবর এক টুইট বার্তায় নিশ্চিত করেছে নেটফ্লিক্স। টুইটারে জানানো হয়, ‘আপনারা চেয়েছিলেন, আর এটা ফিরে এসেছে।’

আরও পড়ুন: আনন্দের ছলে বছরে ২ দিন র‌্যাগিং চলে ডুয়েটে

সার্ভেন্ট অব দ্য পিপল অবশ্য এবারই নেটফ্লিক্সে প্রথম নয়। এর আগে ২০১৭–২১ সাল পর্যন্ত ধারাবাহিকটি নেটফ্লিক্সে সম্প্রচার করা হয়। গত ১৯ নভেম্বর থেকে ফরাসি–জার্মান টেলিভিশন চ্যানেল আর্তেও সেটি নিয়মিত সম্প্রচার করে নজর কেড়েছে।

একই পথে হেঁটেছে আরও কয়েকটি টেলিভিশন চ্যানেল। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর সার্ভেন্ট অব দ্য পিপল সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে যুক্তরাজ্যের চ্যানেল–৪, গ্রিসের এএনটি–১ ও রোমানিয়ার পিআরও টিভি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। আজ বৃহস্পতিবার অভিযান চতুর্থ সপ্তাহে গড়াল। ইউক্রেন–রাশিয়া সংকট ঘিরে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি পান জেলেনস্কি।


সর্বশেষ সংবাদ