মোদিকে ধন্যবাদ জানালেন শেখ হাসিনা

০৯ মার্চ ২০২২, ০৫:৩৪ PM
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি © ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ প্রথমজন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে নিজের দেশের নাগরিকদের উদ্ধার করতে গিয়ে পাশের দেশের কথা ভুলে যাননি। বরং তাদেরও উদ্ধার করে নিয়ে এসেছেন নিরাপদ আশ্রয়ে। আজ বুধবার (৯ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাদের এক টুইট বার্তায় এ তথ্য জানায়।  

আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে বলছে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধার করতে ‘অপরেশন গঙ্গা’ চালু করেছে নয়াদিল্লি। এই পরিকল্পনায় ইতিমধ্যেই ১ হাজার ৮০০ ভারতীয় নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করেছে ভারত।

হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে বলেছে, রাশিয়ার হামলার পর ইউক্রেনে আটকা পড়ে বিভিন্ন দেশের নাগরিক। সেখান থেকে ভারতীয়দের নিরাপদে সরিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করে ভারত সরকার।

অপারেশন গঙ্গার মাধ্যমে দেশটি শুধু ভারতীয়ই নয়, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, তিউনিশিয়াসহ অন্য দেশের নাগরিকদেরও উদ্ধার করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই ভারত সেখানে অবস্থানরত নাগরিকদের সরিয়ে আনতে অপারেশন গঙ্গা নামে বিশেষ মিশন চালু করে। সরিয়ে আনাদের অধিকাংশই শিক্ষার্থী। এই উদ্ধার অভিযানে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এবং তিউনিশিয়ার নাগরিকদেরও নিরাপদে সরিয়ে আনা হয়েছে।

এর আগে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, পাকিস্তানের এক নারী শিক্ষার্থী তাকে উদ্ধারের জন্য ভারতের সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের উত্তর-পূর্বের সামি শহর থেকে সব ভারতীয় শিক্ষার্থীকে সরিয়ে আনা হয়েছে। এ শহরে রাশিয়া বাহিনী ব্যাপক গোলাবর্ষণ করেছে।

গত মাসের শেষের দিকে চালু করা এ অপারেশনের মাধ্যমে ভারতীয়সহ অন্য কয়েকটি দেশের নাগরিকদের বিশেষ ফ্লাইটের মাধ্যমে সরিয়ে আনা হয়েছে।

ভারতীয়দের উদ্ধারে যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য রাশিয়ার সঙ্গে কথাও বলে ভারত। ভারত অনুরোধ জানায় রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে। নিরাপদে ইউক্রেন ছাড়ার জন্য ইউক্রেনে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করেন পুতিন।

মনোনয়ন প্রত্যাহার করে যা বললেন এনসিপি নেত্রী ডা. মিতু
  • ২০ জানুয়ারি ২০২৬
‘ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে রাজনীতি করি’
  • ২০ জানুয়ারি ২০২৬
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ২০ জানুয়ারি ২০২৬
তোজাকে বহিস্কার, ৫ জনের বহিস্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
  • ২০ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের বিজ্ঞপ্তি কবে, জানালেন এনটিআরসিএ …
  • ২০ জানুয়ারি ২০২৬
আমিরসহ জামায়াতের ৭ কেন্দ্রীয় নেতাকে নিরাপত্তা দিতে চিঠি
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9