ইউক্রেনে বাংলাদেশি শিক্ষার্থীরা পোল্যান্ড সীমান্তে ছুটছেন

২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৩৯ PM
বাংলাদেশি শিক্ষার্থী সোহেল রানা সতীর্থদের নিয়ে পোল্যান্ড সীমান্তের দিকে যাচ্ছেন

বাংলাদেশি শিক্ষার্থী সোহেল রানা সতীর্থদের নিয়ে পোল্যান্ড সীমান্তের দিকে যাচ্ছেন © সংগৃহিত

রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে গতকাল ইউক্রেনে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের ওয়ারশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া পোল্যান্ড-ইউক্রেন সীমান্ত উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার মো. সোহেল রানা প্রায় তিন বছর ধরে থাকেন ইউক্রেনের জিতুমিরে। রাজধানী কিয়েভ থেকে জিতুমিরের দূরত্ব ১৬৫ কিলোমিটারের মতো। সোহেল পড়েন জিতুমির পলিটেকনিক স্টেট ইউনিভার্সিটিতে, কম্পিউটার সায়েন্সে।

 তিনিও পোল্যান্ডের সীমান্ত এলাকা লিভিভে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সেখান থেকে দেশে ফেরার ইচ্ছা আছে তাঁর এবং সঙ্গীদের।

সোহেলের মতো বাংলাদেশি শিক্ষার্থীরা ছুটছেন পোল্যান্ড সীমান্তের দিকে। সোহেল জানান, তার ইউনিভার্সিটিসহ জিতুমির এলাকায় থাকেন প্রায় ৪০ জন বাংলাদেশি। তাদের মধ্যে ইউনিভার্সিটির ১৮ জন ইতিমধ্যে হল ছেড়ে পোল্যান্ডের দিকে চলে গেছেন। আর তারা দুই গাড়িতে আটজন যাচ্ছেন আজই। বাকি থাকল চারজন। তাদের আর্থিক কিছু সমস্যা আছে। সমস্যা মিটলে তাঁরাও পোল্যান্ডের দিকে আসবেন।

সোহেল জানান, গতকাল জিতুমির শহরে একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়। সেটি হয় এখানে থাকা একটি সেনা ঘাঁটিতে। তাতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বটে, তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাঁটিটি। এর পর থেকে তাঁদের মনে শঙ্কা জাগে প্রবলভাবে। তাই পোল্যান্ডের দিকে যাত্রা।

সোহেলের কথা, ‘আমরা একটি নিরাপদ জায়গা খুঁজছি। পোল্যান্ডে গিয়ে সেই জায়গা খুঁজব। সেখান থেকে দেশে ফেরার ইচ্ছাটাই প্রবল। এখন দেশে যাওয়াই মূল লক্ষ্য।’

যুদ্ধের বাজারে জিনিসের পাশাপাশি সবকিছুর দাম বেড়েছে বলে জানান সোহেল। এই যেমন আগে জিতুমির থেকে গাড়িতে মাথাপিছু ভাড়া ছিল ৬৫০ রিবনা (ইউক্রেনের মুদ্রা)। তাঁদের চারজনকে এখন দিতে হচ্ছে সাড়ে আট হাজার রিবনা।

সোহেল বলছিলেন, ‘কিছু করার নেই। এখন আগে নিরাপত্তা। টাকার কথা ভাবলে হবে না।’

৬০০ কিলোমিটার পথ ধরে পোল্যান্ড সীমান্তের লিভিভে যেতে ৮ থেকে ১০ ঘণ্টা লাগতে পারে বলে জানান সোহেল। তারপর পোল্যান্ডে ঢুকে বাংলাদেশে আসার অপেক্ষা করবে তারা।

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার
  • ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২০ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবি সংলগ্ন মেসে অপ্রীতিকর অবস্থায় দুই সমকামী শিক্ষার্…
  • ২০ জানুয়ারি ২০২৬
মঙ্গলবার সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২০ জানুয়ারি ২০২৬
চিরকুট লিখে ২৩ দিনের শিশুকে হাসপাতালে রেখে পালালেন মা, অতঃপ…
  • ২০ জানুয়ারি ২০২৬
জাইমা রহমান: চমকপ্রদ সূচনার মতোই বহমান হোক আগামীর পথচলা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9