পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া

২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪২ AM
রাশিয়ার পারমানবিক অস্ত্রের পরীক্ষা

রাশিয়ার পারমানবিক অস্ত্রের পরীক্ষা © সংগৃহীত

ইউক্রেন নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। ক্রেমলিন বলছে, সেই পরীক্ষা সফল হয়েছে। এ খবর দিয়েছে রয়টার্স। সাগরে হাইপারসনিক ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালায় দেশটি।

সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে ইউক্রেনের জন্ম হয়। এরপর থেকেই ইউক্রেনে নিজেদের প্রভাব ধরে রাখতে ব্যস্ত রাশিয়া। ইউক্রেনের  প্রতিবেশী বেলারুশেও ভালো প্রভাব রয়েছে রাশিয়ার। সম্প্রতি ইউক্রেনকে ন্যাটোভুক্ত করার তোড়জোড় শুরু করে আমেরিকা। এতেই বিপত্তি বাধে। রাশিয়া বলে, ইউক্রেনকে ন্যাটোভুক্ত করতে চাওয়া তার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এরপরই রাশিয়া বেলারুশে ৩০ হাজার সৈন্য নিয়ে মহড়া দেয়। একে যুদ্ধের প্রারম্ভিক অবস্থা বলছে যুক্তরাষ্ট্র। কূটণৈতিক তৎপরতার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। এর মধ্যেই পারমানবিক অস্ত্রের পরীক্ষা চালায় পুতিন। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনের সিচ্যুয়েশন সেন্টার থেকে শনিবার এই মহড়া পর্যবেক্ষণ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তার পাশে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ছিলেন। ক্রেমলিন জানায়, যুদ্ধজাহাজ, সাবমেরিন ও যুদ্ধবিমান থেকে মিসাইল পরীক্ষা করা হয়েছে। মিসাইলগুলো ভূমি থেকে ভূমি এবং সাগরে ছোড়া হয়। দুটি ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। একটি রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে, অন্যটি বারেন্টস সাগরে একটি সাবমেরিন থেকে ছোড়া হয়। এটি কয়েক হাজার মাইল দূরে রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপত্যকায় সফলভাবে আঘাত হেনেছে।

আরও পড়ুন- মেডিকেলে প্রথম দফায় ভর্তি হতে পারেননি দেবী শেঠী

মহড়ার কিছু ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ। এতে দেখা গেছে, রুশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মহড়া শুরুর নির্দেশ দিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নর্দান ও কৃষ্ণ সাগরে যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে কালিবর ক্রুজ মিসাইল এবং জিরকন হাইপারসনিক মিসাইল সাগর ও ভূমি লক্ষ্য করে ছোড়া হয়। এ ছাড়া বিমান থেকে কিনজহাল হাইপারসনিক ব্যালেস্টিক মিসাইল ছোড়া হয়েছে, যা ভূমিতে যে লক্ষ্য ছিল তাতে সফলভাবে আঘাত হেনেছে। ক্রেমলিন বলছে, এটা তাদের নিয়মিত প্রশিক্ষণের অংশ। কোনো প্রকার উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্য নেই তাদের।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬, আবেদন এইচএসসি-এস…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ১১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার ৩৯
  • ১১ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক আটক
  • ১১ জানুয়ারি ২০২৬
আপিলে বৈধতা পেলেন জামায়াতের আরও এক প্রার্থী
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9