দীর্ঘতম সময় স্কুল বন্ধ রাখার রেকর্ড বাংলাদেশের

শ্রেণিকক্ষ
শ্রেণিকক্ষ  © ফাইল ফটো

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে বাংলাদেশ বিশ্বে দীর্ঘতম সময় স্কুল বন্ধ রাখার রেকর্ড গড়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা –ইউনেসকো। 

গত বছরে মার্চ থেকে সবচেয়ে বেশি সময় বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে জানিয়ে সংস্থাটি বলেছে, গত ফেব্রুয়ারিতে বিশ্বের ৫৩ শতাংশ দেশ সম্পূর্ণরূপে স্কুল খোলার সিদ্ধান্ত নিলেও টানা ৬১ সপ্তাহ বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হয়নি বাংলাদেশে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন বিশ্বের ৫৩ শতাংশ দেশ সম্পূর্ণরূপে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছিল, তখন টানা ৬১ সপ্তাহ বন্ধ রাখার পরেও বাংলাদেশ সেই সিদ্ধান্ত নিতে পারেনি। বাংলাদেশসহ বিশ্বের ১৪ টি দেশ এখন পর্যন্ত নিজেদের স্কুলগুলো চালু করতে পারেনি।

বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কায় টানা ৪৬ সপ্তাহ, নেপালে ৩৩ সপ্তাহ, আফগানিস্তানে ৩০ সপ্তাহ, ভারতে ২৫ সপ্তাহ, পাকিস্তানে ২৩ সপ্তাহ, ভুটানে ২০ সপ্তাহ, মালদ্বীপে ১৪ সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। চীনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল মাত্র ৯ সপ্তাহ। 


সর্বশেষ সংবাদ