শিক্ষায় ও কর্মক্ষেত্রে বহাল থাকবে নারীরা, বৈষম্য হবে না: তালেবান

১৭ আগস্ট ২০২১, ০৯:৩২ PM
মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বক্তব্যরত তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ

মঙ্গলবার রাতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বক্তব্যরত তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ © স্ক্রিনশট

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ‘আফগানিস্তানে কর্মস্থলে এবং শিক্ষা ক্ষেত্রে নারীরা আমাদের কাঠামো অনুযায়ী বহাল থাকবেন। আমাদের সমাজে আমাদের কাঠামোর মধ্যে নারীরা অত্যন্ত সক্রিয় ভূমিকা রাখবে।’

এ ছাড়া আফগানিস্তানে তালেবান সরকারের আমলে বেসরকারি সংবাদমাধ্যমগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে বলেও জানানো হয়।

রোববার রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর আজ মঙ্গলবার রাতে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তালেবানের জাবিহুল্লাহ মুজাহিদ এসব কথা বলেন।

জাবিহুল্লাহ মুজাহিদ জানান, তারা এই মুহূর্তে নতুন একটি সরকার গঠনের জন্য কাজ করছেন।

তালেবান মুখপাত্র বলেন, ‘আমাদের ধর্মীয় নিয়মনীতি অনুযায়ী চলার অধিকার আমাদের রয়েছে। অন্যান্য দেশের যেমন ভিন্ন নিয়মনীতি, আইন-কানুন অনুযায়ী চলার অধিকার রয়েছে। আমাদের মূল্যবোধ মোতাবেক আফগানদেরও নিজেদের নিয়মনীতি রয়েছে। শরিয়া মোতাবেক নারীর অধিকার রক্ষায় আমরা বদ্ধপরিকর। নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করবে। আমরা আন্তর্জাতিক মহলকে বলতে চাই, এ ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য করা হবে না।’

শরিয়া মোতাবেক নারীদের কর্মক্ষেত্রে ও শিক্ষাক্ষেত্রে অবস্থানের ধরনটা কেমন হবে তা জানতে চাওয়া হলে এ বিষয়ে বিস্তারিত জানাননি তালেবান মুখপাত্র।

এদিকে কাতারের দোহা থেকে আফগানিস্তানের কান্দাহারে ফিরেছেন তালেবানের রাজনৈতিক শাখার প্রধান মোল্লা বারাদার আখুন্দ। বর্তমানে তিনি কান্দাহারে রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

নির্বাচনে মাঠ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি হান্নান মাসউদের
  • ৩০ জানুয়ারি ২০২৬
৩০০ নেতাকর্মীসহ বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন মাহাবুব মাস্…
  • ৩০ জানুয়ারি ২০২৬
চলতি সপ্তাহে একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা: র…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সেই ‘দুখিনী মা’য়ের সম্মানে সুবর্ণচরকে পৌরসভায় উন্নীত করবে জ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ফেলোশিপে উচ্চশিক্ষার সুযোগ…
  • ৩০ জানুয়ারি ২০২৬