তালেবানের নিয়ন্ত্রণে আফগানিস্তান, গভীর উদ্বেগ মালালার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৯:০৫ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২১, ০৯:২৮ PM
আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী তালেবান। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মালালা ইউসুফজাই।
রোববার সন্ধ্যার পর এক টুইটে মালালা বলেন, ‘তালেবান গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ায় আমি সেখানকার নারী, সংখ্যালঘু এবং মানবাধিকারকর্মীদের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
মালালা বলেন, ‘আমরা হতবাক হয়ে দেখলাম, গোটা আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে গেল।’
নারী অধিকার ও শিক্ষা নিয়ে কাজ করে পশ্চিমা বিশ্বে ব্যাপক খ্যাতি পাওয়া এই তরুণী টুইটের মাধ্যমে অনতিবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান। শরণার্থী ও বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানান মালালা।
We watch in complete shock as Taliban takes control of Afghanistan. I am deeply worried about women, minorities and human rights advocates. Global, regional and local powers must call for an immediate ceasefire, provide urgent humanitarian aid and protect refugees and civilians.
— Malala (@Malala) August 15, 2021
পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্ম নেওয়া মালালা ইউসুফজাই তালেবানের বাধার পরও নারী শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছিলেন। ২০১২ সালে তাকে গুলি করে গুরুতর আহত করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। এরপর যুক্তজ্যে নেওয়া হয় তাকে। তখন থেকে পরিবারসহ যুক্তরাজ্যে বসবাস করছেন তিনি। ২০১৪ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন মালালা।