‘৩ কোটি টাকার সেই গাড়ির মালিক পরীমণি নন’

সেই গাড়ির সঙ্গে পরীমণির ছবি
সেই গাড়ির সঙ্গে পরীমণির ছবি  © ছবি : সংগৃহীত

মাদকসহ একাধিক মামলায় গ্রেফতারে ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা। এর মধ্যে তিনি তিন কোটি টাকা দামের মাসেরাতি ব্র্যান্ডের একটি গাড়িরও মালিক বলে আলোচনা উঠেছে। আর সেই গাড়িকে কেন্দ্র করে পরীমণির সাথে বেসরকারি প্রতিষ্ঠিত সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন ও  চেয়ারম্যানের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জনও উঠেছে। গাড়িটি তিনি উপহার পেয়েছেন বলে ছড়িয়েছে বিভিন্ন মহলে। 

কিন্তু যে গাড়ি নিয়ে এত গুঞ্জন, সেই গাড়িটি না-কি বিক্রিই হয়নি। টেস্ট ড্রাইভ বা ট্রায়াল দিতে একদিনের জন্য অটো মিউজিয়াম নামে একটি প্রতিষ্ঠানের শোরুম থেকে নিয়ে গিয়েছিলেন পরীমণি। টাকা পরিশোধ না করায় পরদিনই শোরুমে ফিরিয়ে নেয়া হয় মাসেরাতির গাড়িটি। সেই গাড়ি এখনো অটো মিউজিয়ামের গুলশানের শোরুমে রয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) এক গণমাধ্যম কর্মীর প্রশ্নে এমনটিই দাবি করেন অটো মিউজিয়ামের কর্ণধার ও ব্যবসায়ী নেতা হাবিব উল্লাহ ডন।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ-সভাপতি হাবিব উল্লাহ ডন বলেন, ‘যে গাড়ি বিক্রি হয়নি, সে গাড়ি কীভাবে অন্যজনের হয়। ওই নারী (পরীমণি) আমাদের শোরুমের জিএমের কাছ থেকে টেস্ট ড্রাইভ বা ট্রায়াল দিতে একদিনের জন্য গাড়িটি নিয়েছিলেন। তিনি ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে কিনবেন জানিয়েছিলেন। তার অ্যাডভান্স টাকা দেয়ার কথা ছিল, কিন্তু পরদিন সেটা দিতে পারেননি। পরে শোরুমের জিএম তাকে গাড়িটি ফেরত দিতে বলেন। পরদিনই তিনি ফেরত দেন গাড়িটি।’

অটো মিউজিয়ামের মালিক বলেন, ‘গাড়ি ফেরত দিলেও পরে শুনলাম, ওই নারী গাড়ির ছবি উঠিয়ে ফেসবুকে দিয়েছেন। তিনি ছবি তুললেন না-কি তুললেন না এটা দেখার বিষয় নয়। কারণ দেখা যায়, শোরুম থেকে ১০টা গাড়ি টেস্ট ড্রাইভের জন্য যায়। এর মধ্যে থেকে হয়তো দুটি গাড়ি বিক্রি হয়, বাকিগুলো ফেরত আসে।’

এর আগে গত বছরের ২৪ জুন পরীমনির ব্যবহৃত টয়োটা হ্যারিয়ার মডেলের সাদা রঙের গাড়িটি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। সেটির ছবি নিজের ফেসবুক পেজে দিয়ে একটি পোস্ট দেন তিনি। সেখানে লিখেন, ‘গুড মর্নিং’।

পরদিন ২৫ জুন পরীমণি ফেসবুকে নতুন গাড়ির সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। শোরুমের নম্বর প্লেটযুক্ত (ঢাকা-শ/৪৬২) গাড়িসহ পোস্টে লিখেন, ‘নয়া প্রেমিক- ফার্স্ট ডেট’ আর হ্যাশট্যাগ দেন মাসেরাতি।

ইতালিয়ান কোম্পানি মাসেরাতির এই গাড়িটিই পরীমনি কিনতে চেয়ে না পারলেও পরে তারই বলে প্রচার হয়ে যায়। যদিও একাধিক মামলায় গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত পরীমণি তার সাদা রঙের টয়োটা হ্যারিয়ার (ঢাকা-মেট্রো-ঘ-১৫-৯৬৫৩) গাড়িটি ব্যবহার করে আসছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence