করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ  © সংগৃহীত

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের করোনাভাইাস শনাক্ত হয়েছে। দুই ডোজ করোনার টিকা নেওয়া মন্ত্রীর মৃদু উপসর্গ দেখা দিয়েছে তার। এক টুইট বার্তায় আজ শনিবার তিনি নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

টুইটারে জাভিদ বলেন, গত রাতে একটু দুর্বল লাগছিল। আজ (শনিবার) সকালে আমি অ্যান্টিজেন পরীক্ষা করাই। ফল পজিটিভ আসায় বাড়িতে এখন আইসোলেশনে আছি। পরিবারের সদস্যরাও সঙ্গে রয়েছেন। পিসিআর পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত এভাবেই থাকব।

লন্ডনের সাবেক মেয়র সাজিদ জাভিদ গত জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হন। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে এক সহকারীকে চুমু খাওয়ায় সমালোচনার মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন আগের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

তখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পান পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধী টিকার দুটি ডোজই নিয়েছেন জাভিদ। শুক্রবার রাতে কিছুটা দুর্বল বোধ করেন তিনি। পরে আজ শনিবার সকালে অ্যান্টিজেন পরীক্ষা করান তিনি। ওই পরীক্ষার ফল পজিটিভ আসে।


সর্বশেষ সংবাদ