যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী সোমা রায়। দরিদ্র পরিবারে এই মেয়ে মরণব্যাধি ব্রেইন টিউমারে আক্রান্ত। তার উন্নত চিকিৎসার জন্য খরচ হবে ৭ থেকে ৮ লাখ টাকা। কিন্তু তার বাবার পক্ষে এত টাকা সংগ্রহ করা অসম্ভব। তাই তার পরিবার ও সহপাঠীদের মনে নেমে এসেছে বিষাদের ছায়া।
যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার বাসিন্দা অশোক রায় ও সবিতা রায় দম্পতির একমাত্র মেয়ে। সোমা। তার বাবা অশোক রায় শহরের একটি সুপার শপে সামান্য বেতনে চাকরি করেন। তার মা সবিতা রায় গৃহিণী। তিনিও অসুস্থ। একমাত্র ছোট ভাই এবার এইচএসসি পাস করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমার ইচ্ছা ছিল পড়াশোনা শেষে শিক্ষকতা করবেন। কিন্তু সেই স্বপ্ন আজ ভেঙে পড়ার উপক্রম। কারণ, তিনি মরণব্যাধি ব্রেইন টিউমারে আক্রান্ত।
চিকিৎসকেরা বলছেন, দ্রুত অস্ত্রোপচার করলে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাই উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে বলেছেন তারা। এতে প্রয়োজন ৭ থেকে ৮ লাখ টাকা।
সোমার বাবা বলেন, গত মাসে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে তার মরণব্যাধি ব্রেইন টিউমার। চিকিৎসকেরা জানিয়েছেন দ্রুত অস্ত্রোপচার করা প্রয়োজন। কিন্তু আমার পক্ষে এত টাকা সংগ্রহ করা অসম্ভব হয়ে পড়েছে। সোমাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করছি।
সাহায্য করতে চাইলে টাকা পাঠাতে পারবেন এই নম্বরে- সোমার বাবা অশোক রায়: ০১৯২৬৯৪৫৪৭৫। সোমা রায়: ১৬৩১৫১০১৯৫৯৮৪, ডাচ্-বাংলা ব্যাংক। বিকাশ বা নগদ: ০১৯৪১৩৪৬৩৪৪।