বিরোধী পক্ষ নির্বাচন চুরির চেষ্টা করছে: ট্রাম্প
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২০, ১২:৩২ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২০, ১২:৩২ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী পক্ষকে অভিযুক্ত করে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু তারা নির্বাচন চুরির চেষ্টা করছে। আমরা কখনোই তাদের সেটা করতে দেবো না। নির্বাচন শেষ হওয়ার পরে ভোট গ্রহণ করা যায় না। নির্বাচনী বার্তায় এই কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ফলাফলের এ অবস্থায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিছুক্ষণ আগে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি আজ রাতে একটি বিবৃতি দেব। একটি বড় জয়!’
অন্যদিকে লাওয়ারের উইলমিংটনে এক বক্তব্যে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেছেন, তারা জয়ের পথে রয়েছেন বলে বিশ্বাস করেন। তিনি বলেন, আমরা জয়ের পথে রয়েছি বলে আমরা বিশ্বাস করি। তবে সব ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত এখন আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।
নির্বাচনে জয়ী হতে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের প্রয়োজন হবে। ফল আসার শুরুর দিকে বড় ব্যবধানে এগিয়ে ছিলেন জো বাইডেন। তবে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যবধান কমলেও এখনো পিছিয়ে আছেন ট্রাম্প। শেষ মুহূর্তে এসে বড় অঙ্গরাজ্য টেক্সাসে এগিয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প। ৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের সবকটি পেয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভোটার নিউইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের সিনিয়র সায়েন্টিস্ট বাংলাদেশী বংশোদ্ভূত ড. জাহিদ দেওয়ান শামীম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ পর্যন্ত জো বাইডেন এগিয়ে থাকলেও ডোনাল্ড ট্রাম্পের পাল্লা ভারী বলে মনে হচ্ছে। শেষ মুহূর্তে সুইং স্টেটগুলোর ভোট ফলাফলে বড় ভূমিকা রাখবে। এসব রাজ্যগুলোয় বড় ব্যবধানে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সিনেটে ডেমোক্রেটরা ৪৬টি আসন পেয়েছেন। রিপাবলিকানদের দখলে রয়েছে ৪৬টি। অপর দিকে হাউসে ডেমোক্রেটরা ১৬২টি আসন পেয়েছে। আর রিপাবলিকানরা এগিয়ে আছে ১৬০টিতে।