শিক্ষক হত্যা: ফ্রান্সে ছয় মাসের জন্য একটি মসজিদ বন্ধ ঘোষণা

২১ অক্টোবর ২০২০, ১০:৪৪ AM

© সংগৃহীত

নিহত শিক্ষকের নিন্দা করে ভিডিও আপলোড করেছিল ফ্রান্সের একটি মসজিদ। তাই ছয় মাসের জন্য তা বন্ধ করে দেয়া হয়েছে। মহানবী হযরত মোহাম্মদ (সা.)-র কার্টুন দেখিয়ে মত প্রকাশের স্বাধীনতা ব্যাখ্যা করেছিলেন প্যারিসের স্কুল শিক্ষক স্যামুয়েল প্যাটি। সে জন্য তাঁকে নৃশংসভাবে খুনকরা হয়েছে।

তারই অংশ হিসাবে বন্ধ করে দেয়া হচ্ছে উত্তর পূর্ব প্যারিসের প্যানটিন মসজিদ। স্বরাষ্ট্র মন্ত্রক মঙ্গলবারই মসজিদটি ছয় মাস বন্ধের নির্দেশ দিয়েছে। এদিকে শিক্ষক হত্যার পর ফ্রান্স জুড়ে চরমপন্থীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলছে।

শিক্ষক প্যাটি কার্টুন দেখানোর পরই মসজিদ থেকে তার নিন্দা করে একটি ভিডিও শেয়ার করা হয়। সে জন্যই ছয় মাসের জন্য মসজিদটি সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, বুধবার রাত থেকে মসজিদটি বন্ধ হয়ে যাবে। এখানে দেড় হাজারের মতো মুসলিম নামাজ পড়তেন। বলা হয়েছে, মসজিদ সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয়ার একমাত্র উদ্দেশ্য হলো সন্ত্রাস ঠেকানো।

পড়ুন: প্যারিসে শিক্ষককে গলা কেটে হত্যা, সন্ত্রাসী হামলা বলছেন প্রেসিডেন্ট

ফ্রান্সের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, ওই শিক্ষককে দেশের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনার দেয়া হবে। তিনি প্যাটিকে 'শহিদ' আখ্যা দিয়েছেন।

যে ভিডিওটি মসজিদ থেকে শেয়ার করা হয়েছিল, তা প্যাটিরই এক ছাত্রের বাবার করা। সেই ভিডিওতে শিক্ষককে দুবৃত্ত আখ্যা দিয়ে বলা হয়েছিল, তিনি মুসলিম ছাত্রদের বেছে নিয়ে অপমান করছেন।

দেশটিতে মার্কিন সমর্থিত বাহিনীর কাছে হেরে আইএস যোদ্ধারা গেরিলা যুদ্ধে লিপ্ত রয়েছে৷ এখনও তারা ইরাকের কয়েকটি প্রদেশে অপহরণ ও বোমাবাজি করছে৷ বিশ্লেষকরা বলছেন, ইরাকে প্রায় দুই হাজার আইএস যোদ্ধা সহিংস তৎপরতা চালাচ্ছে৷

মসজিদের ইমাম সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, ওই ভিডিও শেয়ার করার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। কিন্তু তিনি তা করেছিলেন মুসলিম ছাত্রদের কথা ভেবে। মসজিদের পক্ষ থেকে বলা হয়েছে, ইসলামে হিংসার কোনো স্থান নেই। যে ভাবে শিক্ষককে হত্যা করা হয়েছে তা নিন্দনীয়। [সূত্র: ডয়চে ভেলে বাংলা]

কুইন এলিজাবেথ স্কলারশিপে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, আবেদ…
  • ০১ জানুয়ারি ২০২৬
পাবনায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪
  • ০১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় বছরের প্রথম দিনে প্রাথমিক শিক্ষার্থীদের হাতে বই, ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
সিঙ্গাপুরে লিফট দুর্ঘটনায় নাটোরের যুবক নিহত, মরদেহের অপেক্ষ…
  • ০১ জানুয়ারি ২০২৬
র‍্যাবকে দলীয় স্বার্থে এক ঘণ্টার জন্যও ব্যবহার করেনি বিএনপি…
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরের ফিটনেস চ্যালেঞ্জ: নিজেকে কষ্ট না দিয়ে সারাবছর ফি…
  • ০১ জানুয়ারি ২০২৬