ধর্ষণ নিয়ে ফেসবুকে যা লিখলেন মাশরাফি

০৭ অক্টোবর ২০২০, ০২:৩২ PM
সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা © ফাইল ফটো

দেশে সম্প্রতি নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন-নির্যাতনের ঘটনা ভয়ংকর রূপে ছড়ানোর ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ করছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ আন্দোলন প্রতিবাদে বাদ যায় নি দেশের ক্রিকেটাঙ্গনের সদস্যরাও। ধর্ষণ ও নিপীড়ন-নির্যাতনে বিপর্যস্তদের পক্ষে দাঁড়িয়ে প্রতিবাদের ডাক দিয়েছেন সাকিব আল হাসান। এবার তার সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

আজ বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে এক পোস্ট দেন তিনি।

নিজের ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই। হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না।

আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই। আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়।’

 

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬