চীনা সেনাদের হাতে ফের ভারতীয় সেনার মৃত্যু

০২ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৬ PM

© জি২৪ঘন্টা

লাদাখের প্যাঙ্গন লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে চীনা সেনারা ফের সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বলে দাবি করেছে ভারত। আর এবারও ভারতীয় সেনা জওয়ানরা তাদের উদ্দেশ্য বানচাল করে দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২০ আগস্ট থেকেই ভারতীয় সেনার কাছে ইনটেলিজেন্স ইনপুট ছিল যে প্যাঙ্গনের দক্ষিণ প্রান্তে একটি পাহাড় কব্জা করতে চাইছে চীনা সেনা। সেই মতো ওই এলাকায় পাহারা বাড়িয়েছিল ভারতীয় সেনা।

পরে ২৯-৩০ আগস্ট রাতে চীনা সেনার প্রায় ৫০০ জওয়ান ওই এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু অনেকদিন আগে থেকেই ওই এলাকায় ভারতীয় সেনা কড়া নজর রেখেছে। সে মোতাবেক চীনা সেনার অনুপ্রবেশের চেষ্টা রুখে দিতে পারলেও ভারতীয় সেনার এক জওয়ান নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আরও এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। এর আগে গত ৫ জুন রাতের অন্ধকারে ভারত-চীন সেনাবাহিনীর মধ্যে হাতাহাতি হয়েছিল। ভারতীয় সেনা অভিযোগ করেছিল, লাল ফৌজের জওয়ানরা তাঁদের উপর কাঁটা লাগানো বল্লম নিয়ে হামলা চালিয়েছিল।

সেই হামলায় ২০ জন ভারতীয় সেনা নিহত হন। ওদিকে ৩৫ জন চীনা সেনাও ওই ঘটনায় প্রাণ হারান বলে ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়। যদিও চীনের প্রশাসন একবারও স্বীকার করেনি, তাদের ৩৫ জন সেনা নিহত হয়েছেন। তবে নিহত সেনাদের নামে সীমান্ত এলাকায় বেদি স্থাপন করেছে চীনের প্রশাসন।

আন্তর্জাতিক মিডিয়ায় ওই বেদির ছবি বেরিয়েছে। চীন এরপর থেকেই সীমান্ত উত্তেজনা প্রশমিত করতে ভারতের সঙ্গে আলোচনা করতে রাজি। তবে আলোচনার আড়ালে বারবার অনুপ্রবেশের চেষ্টা করছে বলে ভারত দাবি করেছে।

জানা গেছে, এবার সীমান্তে নিহত হওয়া সেনা জওয়ান স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স-এর ছিলেন। তিনি মূলত ছিলেন তিব্বতের। তবে সেনার পক্ষ থেকে এখনও সেই জওয়ানের নিহত হওয়ার কোনও খবর দেওয়া হয়নি। তিব্বতের সংসদের নির্বাসিত সদস্য নামগাল ডোলকার সেই জওয়ানের নিহত হওয়ার কথা জানিয়েছেন।

তিনি আরও এক জওয়ানের আহত হওয়ার খবরও দিয়েছেন। ২৯-৩০ অগাস্ট রাতের পর ৩১ আগস্টও লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করেছিল চীনা সেনা। এর পর ১ সেপ্টেম্বরও প্যাঙ্গন লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে লাল ফৌজ।

তবে ভারতীয় সেনার কাছে আগে থেকেই খবর ছিল। ফলে চীনের অনুপ্রবেশ রুখে দিতে সচেষ্ট ছিলেন ভারতীয় সেনা জওয়ানরা। খবর: জি২৪ঘন্টা।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬