এবার অনার্সের মেধাতালিকায় সানি লিওন

২৮ আগস্ট ২০২০, ০৯:০৯ PM

© সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের আশুতোষ কলেজের পর এবার বজবজ কলেজের মেধাতালিকাতেও অদ্ভুত ত্রুটি ধরা পড়ল। সেখানে বাংলা অনার্সের মেধাতালিকায় ফের নাম উঠল সানি লিওনের। বিষয়টি সামনে আসতে পরে যদিও তালিকা থেকে নামটি সরিয়ে দেওয়া হয়।

আজ শুক্রবার বজবজ কলেজের ওয়েবসাইটে প্রকাশিত বাংলা অনার্সের মেধাতালিকায় দেখা যায়, ১৮৩ নম্বরে সানি লিওনের নাম রয়েছে। তাঁর ফর্ম নম্বর (২০২০৫৬১২৫৩৯)-এরও উল্লেখ রয়েছে সেখানে।

বিষয়টি সামনে আসতেই কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়। নেটিজেনরা বলছেন, এটা কি নিছকই অনিচ্ছাকৃত ভুল? নাকি ইচ্ছাকৃতভাবে তালিকায় সানি লিওনের নাম ঢুকিয়ে দিয়েছেন কেউ? এত বড় একটা ঘটনা কলেজ কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল কী ভাবে, তা নিয়েও প্রশ্ন ওঠে।

দেখুন: কলেজের মেধা তালিকার শীর্ষে সানি লিওন

কিন্তু কলেজ কর্তৃপক্ষের তরফে এখন পর্যন্ত এই প্রশ্নের সদুত্তর মেলেনি। বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাঁদের কাছ থেকে।

ছবি: সংগৃহীত

এর আগে আশুতোষ কলেজের ইংরেজি অনার্সের মেধা তালিকায় সানির নাম থাকা নিয়ে শোরগোল পড়েছিল। সোশ্যাল মিডিয়া মারফত সে খবর গিয়ে পৌঁছায় বলিউড অভিনেত্রী সানি লিওনের কাছে। যদিও বিষয়টিকে হালকা ভাবেই নেন তিনি। মজা করে টুইটারে লেখেন, ‘‘পরের সেমেস্টারে দেখা হচ্ছে তাহলে। আশা করছি, আমার ক্লাসেই থাকবে তোমরা।’’

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর ঘ…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামে সড়কের পাশে দুই শিশুসন্তানকে ফেলে যাওয়ায় ঘটনায় …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন
  • ৩১ ডিসেম্বর ২০২৫
অদ্ভূত এক গোল করে আলোচনায় রোনালদো
  • ৩১ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রামে জমি-সংক্রান্ত বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নির্বাচন করা হচ্ছে না জামায়াতের মনোনয়ন পাওয়া তুরস্কের বিশ্ব…
  • ৩১ ডিসেম্বর ২০২৫