অদ্ভূত এক গোল করে আলোচনায় রোনালদো

৩১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ PM
রোনালদো

রোনালদো © সংগৃহীত

ফুটবল ইতিহাসে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ নিয়ে বিতর্ক আর আলোচনার শেষ নেই। হাত দিয়ে গোল করে তিনি যেমন বিশ্বকে চমকে দিয়েছিলেন, ঠিক তেমনি ক্যারিয়ারের সায়াহ্নে এসে ক্রিস্টিয়ানো রোনালদো দেখালেন ‘কোমর’ দিয়ে গোলের জাদু! গতকাল রাতে সৌদি প্রো লিগে আল ইত্তিফাকের বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর ৯৫৭তম গোলটি ফুটবল দুনিয়ায় নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচের স্কোরলাইন ২-২ ড্র হলেও ভক্তদের সব আগ্রহ এখন সিআর সেভেনের এই অদ্ভুতুড়ে গোলটি ঘিরে।

ম্যাচের শুরুটা অবশ্য আল নাসরের জন্য একেবারেই সুখকর ছিল না। ১৬ মিনিটে জর্জিনিও উইনালদামের গোলে পিছিয়ে পড়ে তারা। বিরতির পর জোয়াও ফেলিক্সের গোলে সমতায় ফেরার ঠিক বিশ মিনিট পরেই আসে সেই মাহেন্দ্রক্ষণ। ম্যাচের ৬৭ মিনিটে ফেলিক্সের নেওয়া একটি জোরালো শট গোলমুখে দাঁড়ানো রোনালদোর কোমরে বা পিঠের নিচের অংশে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। ভাগ্যপ্রসূত এই গোলের পরেই বরাবরের মতো নিজের আইকনিক ‘সিউউউ’ উদযাপনে মাঠ মাতান পর্তুগিজ মহাতারকা।

তবে ভাগ্যের জোরে পাওয়া সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি আল নাসর। ৮০ মিনিটে উইনালদাম নিজের দ্বিতীয় গোল করে ইত্তিফাককে সমতায় ফেরান। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হলেও টেবিলের শীর্ষস্থানটি এখনো আল নাসরের দখলেই রয়েছে। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে বছর শেষ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, তারা সঠিক পথেই আছেন এবং ২০২৬ সালের লক্ষ্য তাদের জানাই আছে।

এদিকে রোনালদোর এই ‘কোমর-কাব্য’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে হাস্যরসের জোয়ার। ভক্তদের কেউ কেউ বলছেন, সেরা খেলোয়াড়রা চাইলে শরীরের যেকোনো অঙ্গ দিয়েই গোল করতে পারেন। আবার সমালোচকরা খোঁচা দিয়ে বলছেন, স্রেফ ভাগ্যের জোরে পাওয়া এমন গোলের পর উদযাপনটা কি একটু বেশিই হয়ে গেল না? তর্ক-বিতর্ক যাই হোক, বছর শেষে রোনালদোর এই অদ্ভুত গোলটি যে ফুটবল ইতিহাসের পাতায় আলাদা করে জায়গা করে নিল।

ট্যাগ: রোনালদো
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬
‘ম্যাচ জেতানো মানুষ হতে চাই, বাংলাদেশে অতিথিপরায়ণতাও দারুণ’
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫