চট্টগ্রামে সড়কের পাশে দুই শিশুসন্তানকে ফেলে যাওয়ায় ঘটনায় মা-বাবার বিরুদ্ধে মামলা

আটক খোরশেদ আলম (ইনসেটে দুই শিশু)

আটক খোরশেদ আলম (ইনসেটে দুই শিশু) © সংগৃহীত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুসন্তানকে ফেলে যাওয়ার ঘটনায় তাদের মা-বাবার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পুলিশ বাদী হয়ে মামলাটি  করে। মামলার বাদী আনোয়ারা থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মোমেন কান্তি দে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের মনু মিয়ার দীঘির উত্তর-পূর্ব কোণে শোলকাটা থেকে বটতলী সড়কের পাশে প্রচণ্ড শীতের মধ্যে দুটি শিশু কাঁপতে কাঁপতে বসে আছে। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, শিশু দুটিকে স্থানীয় বাসিন্দা ও সিএনজিচালক মহিন উদ্দিন নিজ হেফাজতে রেখেছেন। পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উদ্ধার হওয়া শিশু দুজন হলো আয়েশা আক্তার (৪) ও মোরশেদ আলম (১ বছর ৪ মাস)। চিকিৎসকদের প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, ছোট শিশুটির শরীরে জন্মগত সমস্যা রয়েছে এবং বড় শিশুটির চর্মরোগ রয়েছে। এ ছাড়া শিশু মোরশেদের ঘাড়ের নিচে আঘাতের চিহ্নও দেখতে পায় পুলিশ।

জিজ্ঞাসাবাদে শিশু আয়েশা জানায়, ঘটনার আগের দিন তার বাবা খোরশেদ আলম ও মা ঝিনুক আক্তারের মধ্যে পারিবারিক কলহ হয়। ঘটনার দিন সন্ধ্যার পর তার মা ‘ঘর থেকে ব্যাগ আনতে যাচ্ছি’ বলে দুই শিশুকে সড়কের পাশে নির্জন স্থানে বসিয়ে রেখে চলে যান এবং আর ফিরে আসেননি। শিশু মোরশেদের ঘাড়ের আঘাতের বিষয়ে জিজ্ঞাসাবাদে আয়েশা জানায়, তার মা গরম পানি ঢেলে ওই আঘাত সৃষ্টি করেছেন।

ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় এবং সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে শিশু দুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এ ঘটনার অনুসন্ধানে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলা থেকে শিশুদের বাবা মো. খোরশেদ আলমকে (৩৫) পুলিশি হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি পারিবারিক বিরোধের কথা স্বীকার করেন।

সব দিক বিবেচনায় শিশুদের মা ঝিনুক আক্তার ও বাবা খোরশেদ আলমের বিরুদ্ধে শিশুদের অরক্ষিত অবস্থায় পরিত্যাগ এবং নির্যাতনের অভিযোগে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে এজাহার করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী  বলেন, ‘শিশুগুলোর মা-বাবার বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে। বাবাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আগামীকাল দুপুরে আদালতে সোপর্দ করা হবে।’

বর্তমানে উদ্ধার হওয়া দুই শিশু জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ে রয়েছে এবং তাদের ভবিষ্যৎ কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চবির বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল,…
  • ০১ জানুয়ারি ২০২৬
যোগাযোগে দক্ষ হয়ে ওঠার ১০ কার্যকরী কৌশল
  • ০১ জানুয়ারি ২০২৬
ঢাবির স্টাফ ও টিচার্স এরিয়া ব্যতীত ক্যাম্পাস এরিয়ায় আতশবাজি…
  • ০১ জানুয়ারি ২০২৬
বছরের শেষ দিনে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬