আফগানিস্তান-নেপাল-পাকিস্তানকে নিয়ে নতুন জোট গঠন করল চীন

২৮ জুলাই ২০২০, ০৬:০৫ PM

© সংগৃহীত

আফগানিস্তান-নেপাল ও পাকিস্তানকে নিয়ে নতুন জোট গঠন করেছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ চীন। বিশ্বজুড়ে চলমান কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর আর্থিক গতি পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন এ জোট গঠন করা হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (২৭ জুলাই) জোটভুক্ত তিন দেশের প্রভাবশালী মন্ত্রীদের সাথে ভার্চুয়াল বৈঠক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, চীন ও পাকিস্তানের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যৌথ আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার উদ্দেশ্যেই এই বৈঠক।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াংয়ের ভার্চুয়াল বৈঠকে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপকুমার গাওয়ালি এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার যোগ দিয়েছিলেন। পাকিস্তানের পক্ষ থেকে ছিলেন অর্থনীতি বিষয়ক মন্ত্রী মখদুম খুশরো বখতিয়ার।

করোনা পরিস্থিতিতে জোটভুক্ত দেশগুলোর আর্থিক গতি বৃদ্ধিসহ চারদফা প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে।অনলাইন এই সভায় চার দফা প্রস্তাব নিয়ে আলোচনা। পাশাপাশি চীনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিআরআই (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ)-এ দক্ষিণ এশিয়ার তিন দেশের অংশগ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন ওয়াং। পাকিস্তান ইতোমধ্যেই চীনের এ প্রকল্পের সক্রিয় অংশীদার হয়ে উঠেছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর পেশ করা চার দফা প্রস্তাবের মধ্যে রয়েছে- দৃঢ়ভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশে দাঁড়ানো এবং করোনাভাইরাস নিয়ে রাজনীতিকরণ এড়ানোর বার্তা।

বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাকিস্তানকে পাশে নিয়ে করোনা মোকাবিলায় আফগানিস্তান ও নেপালে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে বেইজিং। জনস্বাস্থ্য অবকাঠামো গড়ে তুলতেও সাহায্য করা হবে। করোনার টিকা বাজারের আসার পরে তা পেতেও সহায়তা করা হবে ওই দুই দেশকে। আর তার বদলে চীনের লক্ষ্য স্পষ্ট করে দিয়েছেন ওয়াং।

তিনি বলেছেন, আমরা চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিসি) এবং ট্রান্স হিমালয়ান কানেন্টিভিটি নেটওয়ার্ক (টিএইচসিএন) সম্প্রসারণে সক্রিয় হব। এর ফলে উপকৃত হবে আঞ্চলিক অর্থনীতি।

‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬
নিজ বাসা থেকে রাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাটারি ও মোবাইল উৎপাদনে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে: …
  • ৩০ জানুয়ারি ২০২৬
আমাদের শহীদ ও গুম হওয়া বন্ধুরা এই বাংলাদেশই দেখতে চেয়েছে: ফ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্…
  • ৩০ জানুয়ারি ২০২৬