কাতারে ঈদের নামাজ আদায়ের অনুমতি

২৭ জুলাই ২০২০, ০৪:৩৬ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে আরোপিত কঠোর বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কাতার। একইসঙ্গে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে কিছু মসজিদ ও ঈদগাহ খুলে দেয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় কাতার মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়েছে, স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সব শপিংমল ধারণক্ষমতার অর্ধেক ব্যবহার করে খোলা রাখা যাবে। তবে ১২ বছরের কম বয়সীরা মলে প্রবেশ করতে পারবে না।

এতে বলা হয়, মুসল্লিরা দেড় মিটার সামাজিক দূরত্ব বজায় রাখবে। ৬০ বছরের বেশি বয়সী ও শিশু এবং যাদের দীর্ঘমেয়াদি রোগ রয়েছে তাদেরকে ঘরে ঈদের নামাজ আদায়ের পরামর্শ দেয়া হয়েছে।

দেশটির অর্থনীতির চাকা সচল করতে ধাপে ধাপে সবকিছু খুলে দেওয়া হচ্ছে। ১ আগস্ট তৃতীয় ধাপে দোকান-পাট খুলে দেওয়ার কথা থাকলেও সেই সময় তিন দিন এগিয়ে নিয়ে তা ২৮ জুলাই নির্ধারণ করা হয়েছে।

ওয়াল্ডমিটারের হিসাব মতে এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে ১ লাখ ৯ হাজার ৩০৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আর ১ লাখ ৬ হাজার ২৪ সুস্থ হয়েছেন।

ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের
  • ২৮ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পাশে বসা নিয়ে ট্রল, ব্যাখ্য দিলেন ছাত্রদলের র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage