হেসে নেটিজেনদের তোপের মুখে টিকটক তারকা জান্নাত!

০৫ জুলাই ২০২০, ১১:০৭ AM

© সংগৃহীত

একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও টিকটক তারকা জান্নাত জুবাইর রহমানি। ছবিতে দেখা যায়, হলোকাস্ট ট্র্যাজেডি আনা ফ্রাঙ্কের ‘দ্য ডায়েরি অব এ ইয়াং গার্ল’ বই পড়লেও তাঁর মুখে হাসি রয়েছে। এতেই ক্ষুব্ধ নেটিজেনরা।

সম্প্রতি টিকটিকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত, এর প্রভাব পড়েছে সাবস্ক্রাইবারদের ওপর। টিকটকে ব্যাপক জনপ্রিয় জান্নাত জুবাইর। তাঁর ২৭ মিলিয়ন ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামেও তুমুল জনপ্রিয় তিনি। সেখানে তাঁর ফলোয়ার ১৭ মিলিয়নেরও বেশি।

ভারতীয় সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, জান্নাত সম্প্রতি ‘দ্য ডায়েরি অব এ ইয়াং গার্ল’ বইটি পড়ার যে ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন। সেখানে তাঁকে হাসতে দেখা যায়। এরপরই নেটিজেনরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এক সেই ছবি পোস্ট করে লেখেন, ‘নির্যাতিতের দিনপঞ্জি পড়ে কীভাবে হাসতে পারেন তিনি।’ আরেকজন মন্তব্য করেন, ‘টিকটক বন্ধ করে ঠিক হয়েছে।’ পরে সেই পোস্ট সরিয়ে ফেললেও ছবিটি ভাইরাল হয়ে গেছে।

অবশ্য টিকটক বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জান্নাত। ইন্ডিয়া টুডেকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারের সিদ্ধান্তে তাঁর পুরো সমর্থন রয়েছে। সরকার যে যে নির্দেশনা দেবে, তা তারা অক্ষরে অক্ষরে পালন করবেন।

বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা, এক জেলায় বিএনপির-ছাত্রদল…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন কর্মচারীরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের ক্ষতি পুষিয়ে নিতে বড় টুর্নামেন্ট আয়োজন করবে ব…
  • ৩০ জানুয়ারি ২০২৬
পরীক্ষায় দেখাননি সহপাঠী: মারধর করে হাসপাতালে প্রেরণ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ প্লাটুন বিজিব…
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩০ জানুয়ারি ২০২৬