শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালের গেটে মাকে ফেলে গেলেন ছেলে

০৬ জুন ২০২০, ০৭:৫৫ PM

© সংগৃহীত

করোনা উপসর্গ দেখা দেয়ায় মাকে হাসপাতালের গেটে ফেলে রেখে যান তারই এক সন্তান। শারীরিক অবস্থা ভাল না হওয়ায় হাসপাতালের গেটেই বৃষ্টি আর রোদে পুড়েছেন ওই মা। খবর পেয়ে হাসপাতালে দায়িত্বরত পুলিশ তাকে উদ্ধার করলেও চিকিৎসকরা জানিয়েছেন ওই নারীর অবস্থা আশঙ্কাজনক।

এটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে ঘটে যাওয়া ঘটনা। ভুক্তভোগী ওই নারীর নাম মনোয়ারা বেগম (৫০)। আজ শনিবার দুপুরে বেলা ৩টার দিকে মনোয়ারাকে ঢামেক করোনা ইউনিটের নতুন ভবনের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মনোয়ারার স্বামীর নাম শাহজাহান মিয়া। তার স্থায়ী ঠিকানা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়রামপুর গ্রামে। ঢাকায় পরিবার নিয়ে মিরপুর কমার্স কলেজের পাশের একটি বস্তিতে সালাম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকেন।

আব্দুল খান জানান, সম্প্রতি মনোয়ারা শ্বাসকষ্ট দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বাড়িওয়ালা সালাম তার সন্তানদের বলেন, তাকে ওই বাড়ি থেকে অন্য কোথাও নিয়ে যেতে। যেহেতু তার করোনার উপসর্গ দেখা দিয়েছে, তা বস্তিতে অন্যদের মাঝেও ছড়িয়ে পড়তে পারে।

সেই আশঙ্কা থেকেই মোজাম্মেল ও বাড়িওয়ালা সালাম দুইদিন আগে তাকে ঢামেকের নতুন ভবনের সামনে ফেলে রেখে যান। তখন থেকে ঝড়-বৃষ্টিতে ভিজে মনোয়ারা এখানেই পড়ে আছে বলে জানান আশপাশের অ্যাম্বুলেন্স চালকরা। পরে ঢামেকের পুলিশ খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসকের বরাত দিয়ে ক্যাম্প ইনচার্জ আব্দুল খান জানান, ওই নারীর অবস্থা বেশি ভালো নয় বলে জানিয়েছেন ডাক্তাররা।

ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি,  ববির আছে …
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের বদলে আড়াই কোটি টাকার অদম্য কাপ টুর্নামেন্টের ঘোষ…
  • ৩১ জানুয়ারি ২০২৬