করোনা: ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করলেন ওবামা

  © ফাইল ফটো

করোনাভাইরাস ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার মতে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নীতিনির্ধারকরা যথাযথ দায়িত্ব পালন করছেন না।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চলমান পরিস্থিতির মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার ওবামা সমালোচনা করলেন ট্রাম্প প্রশাসনের। এর আগে এটাকে ভয়াবহ বিপর্যয় বলেছেন তিনি।

শনিবার একটি কলেজের স্নাতক শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দেয়া এক বক্তব্যে ওবামা কথা প্রসঙ্গে কোভিড-১৯ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থার ব্যর্থতার কথা বলেন।

গত ২৪ ঘন্টায় এক হাজার ২০০-এর বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্রে। আর মোট মৃত্যুর সংখ্যা ৯০ হাজারের কাছাকাছি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা তিন লাখ ১১ হাজার ছাড়িয়েছে। বিশ্বব্যাপী ৪৬ লাখ ৩৪ হাজার মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।


সর্বশেষ সংবাদ