নতুন উপসর্গে তিন শিশুর মৃত্যু, করোনা বলছেন চিকিৎসকরা

১০ মে ২০২০, ০৫:১৫ PM

© রয়টার্স

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন ধরণের বিরল উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এরসঙ্গে নভেল করোনাভাইরাসের যোগসূত্র রয়েছে বলে সংশ্লিষ্টরা ধারণা করা হচ্ছে। এতে শিশুদের মধ্যেও করোনাভাইরাস ব্যাপকহারে সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছে।

শনিবার এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো জানান, সাম্প্রতিক সময়ে টক্সিক শক ও কাওয়াসাকি রোগের উপসর্গ উদ্বেগজনকভাবে বেড়েছে। এর মধ্যে রক্তনালীতে প্রদাহ, ত্বকে র‌্যাশ, গ্রন্থি ফুলে ওঠা, গুরুতর অবস্থায় হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হওয়ার মতো উপসর্গ রয়েছে।

তিনি জানান, নিউইয়র্কে গত শুক্রবার তিন শিশু এ ধরনের লক্ষণ নিয়ে মারা গেছে। এর মধ্যে পাঁচ বছরের শিশু রয়েছে যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। আরও ৭৩ জনের একই ধরনের উপসর্গ থাকায় তাদেরকে পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তবে এসব লক্ষণ করোনার কারণেই কি না তা এখনও নিশ্চিত নয়। আশঙ্কা করা হচ্ছে, এতদিন শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে কম ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছিল। তবে সেটি আর নাও হতে পারে। শিশুদের মধ্যেও ব্যাপকভাবে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা তৈরি হয়েছে।

কুয়োমো বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে নিশ্চিত নই। শিশুদের কাওয়াসাকি রোগ বা টক্সিক শকের মতো উপসর্গ দেখা যাচ্ছে। তারা কয়েক সপ্তাহ ধরে এসব উপসর্গে ভুগছে। তবে এখনও করোনা আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়নি।’

তিনি বলেন, এসব উপসর্গের জিনগত ভিত্তি আছে কি না তা পরীক্ষায় স্বাস্থ্য কর্মকর্তারা নিউইয়র্ক জিনোম সেন্টার এবং রকফেলার ইউনিভার্সিটির সঙ্গে কাজ করছেন। তাদেরকে লক্ষণ চিহ্নিতকরণ ও চিকিৎসায় মানদণ্ড নির্ধারণ করতে বলেছে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

চীনের সঙ্গে যুক্তরাজ্যের চুক্তিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বললেন …
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফেনী যাচ্ছেন জামায়াত আমির, পাইলট মাঠে জনস্রোত
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের পদচারণায় মুখরিত লাল মাটির ক্যাম্পাস
  • ৩০ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে ১৯৭টি ভোটকেন্দ্র অতিগুরুত্বপূর্ণ, ভোটারদের মধ্যে…
  • ৩০ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ধানের শীষ প্রার্থীর সমর্থক…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সুখবর পেলেন বিএনপির এক নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬