সৌদি আরবে তারাবি ও ঈদের নামাজ ঘরে পড়ার ঘোষণা

১৭ এপ্রিল ২০২০, ১০:২০ PM
মুফতি আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ

মুফতি আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে আগামী রমজানে তারাবির নামাজ ও ঈদ উল ফিতরের নামাজ ঘরে আদায় করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, সৌদি আরবের সর্বোচ্চ ক্ষমতাশালী ধর্মীয় কর্তৃপক্ষ ও প্রধান মুফতি আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ এই ঘোষণা দিয়েছেন।

সৌদি প্রধান মুফতি বলেছেন, যদি করোনার বিস্তারের কারণে তারাবির নামাজ মসজিদে পড়া না যায়, তাহলে ঘরে পড়া যাবে। একইভাবে ঈদের নামজও ঘরে আদায় করা যাবে।

আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখের প্রধান কাজ হলো বিভিন্ন আইনি ও সামাজিক বিষয়ে ফতোয়া প্রদান করা। সৌদি আরবের আদালত ব্যবস্থা তার এই ফতোয়ার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত।

খবরে বলা হয়, যদি করোনাভাইরাসের ভয়াবহতা এভাবেই চলতে থাকে তাহলে সৌদি আরবে রোজার তারাবি ও ঈদ উল ফিতরের নামাজ ঘরেই আদায় করতে হবে।

এর আগে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ ড. আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আশ-শেখও রোজার মাসে তারাবির নামাজ ঘরে বসে পড়ার আহ্বান জানিয়েছিলেন। মদিনায় মসজিদে নববী কর্তৃপক্ষ বলেছে, এবারের রোজায় মসজিদে ইফতারেরও কোনো আয়োজন করা যাবে না।

এদিকে করোনাভাইরাসের মহামারি ঠেকাতে মার্চের মাঝামাঝি সময় থেকে দেশটিতে মসজিদের জামাতে নামাজ পড়া বন্ধ রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সৌদি আরবে করোনায় আক্রান্তের সংখ্যা সোয়া ৬ হাজার ছেড়েছে, আর দেশটিতে মৃত্যু হয়েছে অন্তত ৮৩ জনের।

ভোলায় হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচিত হলে কওমী মাদরাসা শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করা হ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত শতাধিক
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের
  • ২৮ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পাশে বসা নিয়ে ট্রল, ব্যাখ্য দিলেন ছাত্রদলের র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, ‘না’ মানে গোলামি
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage