সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষা অফিসারের জানাজা সম্পন্ন

২৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৮ AM

© সংগৃহীত

নোয়াখালী জেলা শহর মাইজদীতে সড়ক দুর্ঘটনায় নিহত সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন শেখ (৪৫) জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টায় মাইজদী পিটিআই নোয়াখালী মাঠে জানাজায় অংশ নেয় এলাকাবাসীরা।

শুক্রবার সকালে মাইজদীস্থ বাসা থেকে সিএনজিযোগে নিজ বাড়িতে যাওয়ার সময় গাবুয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ঘাতক ট্রাকের আঘাতে মারাত্মকভাবে তিনি আহত হন। প্রথমে তাঁকে নোয়াখালীর হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করা হলে চিকিৎসকগণ দ্রুত ঢাকায় প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতাল বিকাল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৫ম শ্রেণিতে পড়ুয়া ১০ বছর বয়সী বড় মেয়ে, ৪ বয়সী কন্যা সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

2 (2)

জানাজায় উপস্থিত ছিলেন, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুল ইসলাম, নোয়াখালী সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম সর্দার, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবীর উদ্দিন, রিটন কুমার বড়ুয়া, নোয়াখালীর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামছুদ্দীন জেহান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজির প্রতিনিধি গবেষনা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, মোঃ তসলিম উদ্দিন, লক্ষীপুর জেলার হাসিনা আকতার ভূইয়া, রামগঞ্জ উপজেলার শিক্ষা অফিসার দৌলতুর রহমান নোয়াখালীর ৯ উপজেলার শিক্ষা অফিসারগণ, ইউআরসি ইন্সট্রাক্টরগণ, মাইজদী পিটিআই এর সহকারি সুপারিন্টেনডেন্ট, ইনন্সট্রাক্টরবৃন্দ, সহকারি উপজেলা শিক্ষা অফিসারগণ, জেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকগণ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আবদুল আলিম ভূইয়া সুজন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছিম ফারুকী নেতৃত্বে হুমায়ন কবির, কাজী মুমিন, মোঃ নিজাম উদ্দিন, শাহাদাত হোসেন ও মোঃ আবদুর রহমান, এমদাদ উল্যাসহ নেতৃবৃন্দ, নোয়াখালীর সকল উপজেলার শিক্ষকগণ, জেলা প্রাথমিক শিক্ষা অফিস নোয়াখালীর স্টাফবৃন্দ, সদর উপজেলা শিক্ষা অফিসের স্টাফবৃন্দ, নোয়াখালী সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ও দপ্তরী কাম প্রহরীরাসহ সর্বস্তরের মানুষজন জানাযায় অংশগ্রহন করেন। এ সময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন তারা।

কাল থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২৮শ’ কোটির প্রকল্প-ডাকসু সচলসহ ৪১ উল্লেখযোগ্য কার্যক্রম প্র…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬