© সংগৃহীত
ভারতের রেলমন্ত্রী পিয়াস গয়েল টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ট্রেন চলছে তার গতিতে। কিন্তু সেই চলন্ত ট্রেনেই টিকটক করতে গিয়ে একেবারে ট্রেন লাইনের নিচে চলে গেলেন সেই যুবক। এই মর্মান্তিক ঘটনার ভিডিও যিনি করছিলেন তিনি অন্য এক যাত্রী, যিনি ওই ট্রেনের অন্য কামরায় ছিলেন।
একপর্যায়ে ওই তরুণ ট্রেন থেকে নিচে পড়ে যায়। চেষ্টা করেও ট্রেন ধরে রাখতে না পেরে নিচে পড়ে যায় সে। প্রথমে মনে হয়, ওই তরুণ চাকায় কাটা পড়েছে। কিন্তু স্বল্প সময়ের মধ্যেই তাকে উঠে বসতে দেখা যায়।