রাস্তায় মাকে গাড়ির ধাক্কা, শিশুর কাণ্ডে অবাক সবাই (ভিডিও)

১৫ ডিসেম্বর ২০১৯, ০৫:৪০ PM

© সংগৃহীত

মায়ের সঙ্গে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল বড়জোর ৪ বছর বয়সী এক শিশু। আর এ সময় দ্রুতগতির একটি গাড়ি ঠিকসময়ে থামতে না পেরে সজোরে ধাক্কা দেয় শিশুটির মাকে। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে যান শিশুটির মা।

চোখের সামনে মায়ের এই আঘাত পাওয়ার দৃশ্যটি একেবারেই মেনে নিতে পারেনি শিশুটি। মুহূর্তেই প্রতিবাদী হয়ে ওঠে কোমলমতি শিশুটি।

ধাক্কা মারা গাড়িটিকে লাথি মেরে ভেঙে ফেলার চেষ্টা করে সে। যদিও তার ছোট্ট পায়ের লাথি টেরই পায়নি গাড়ির ভেতরে বসা চালক। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও।

ভিডিওটি দেখে যতটা না হেসেছেন; তার চেয়েও বেশি মায়ের জন্য এতটুকুন শিশুর টান, আকুতি আর প্রতিবাদী রূপ হতবাক করেছে নেটিজেনদের। প্রশংসায় ভাসছে সেই শিশু। অনেকেই তাকে ‘সত্যিকারে হিরো’ বলে সম্বোধন করছেন।

জানা গেছে, চীনে চংকিং শহরের একটি রাস্তার ঘটেছে এই ঘটনা। ট্রাফিক পুলিশের সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি। ঘটনাটি দেখে নেটিজেনরা সমবেদনা জানাচ্ছেন। তবে অনেকেই বলছেন, জেব্রা ক্রসিংয়েও পথচারীরা নিরাপদ নয়! বিষয়টি ভয়ংকর।

একটা দল পরিস্থিতি উত্তপ্ত করছে: জামায়াত
  • ৩১ জানুয়ারি ২০২৬
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করা হলে প্রতিহত করা হবে: ম…
  • ৩১ জানুয়ারি ২০২৬
জার্মানিতে এসেই যে কাজগুলো করবেন
  • ৩১ জানুয়ারি ২০২৬
আমরা কখনো জালিম হব না, মজলুমের দুঃখ আমরা বুঝি: জামায়াত আমির
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাগেরহাটে নির্বাচনী প্রচারে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • ৩১ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া উৎসব ভাতা নিয়ে নতুন নির্দেশনা
  • ৩১ জানুয়ারি ২০২৬