ইসরায়েলের মন্ত্রিসভায় যুদ্ধবিরতির অনুমোদন, স্থিতিশীলতা ফেরাতে সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

 ইসরায়েল সেনাবাহিনী
ইসরায়েল সেনাবাহিনী  © সংগৃহীত

ইসরায়েলি সরকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে। আজ শুক্রবার সকালে ইসরায়েলের মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করে। এর ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতে পারে এবং এর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে।

এই চুক্তির আওতায় ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল এবং জিম্মিদের মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেবে। গাজায় চলমান সংঘাত বন্ধ ও বন্দিবিনিময়ের বিষয়টি চূড়ান্ত করতে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে।

মিসরের পর্যটন শহর শারম আল শেখে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার তৃতীয় দিনে, গত বুধবার হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। মধ্যস্থতাকারীদের সমঝোতার ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা।

এদিকে গাজায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০০ মার্কিন সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা সাংবাদিকদের জানান, এই সেনারা গাজায় কোনো সরাসরি অভিযানে অংশ নেবে না এবং গাজার ভেতরে মোতায়েনও করা হবে না। বরং তারা একটি আন্তর্জাতিক যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে কাজ করবে। এই টাস্কফোর্সে মিসরের সশস্ত্র বাহিনী, কাতার, তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও থাকবেন।

যুদ্ধবিরতির খবরে গাজার বাসিন্দারা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। একইভাবে ইসরায়েলেও উদ্‌যাপন করা হয়, কারণ চুক্তির ফলে হামাসের হাতে বন্দি থাকা ব্যক্তিদের মুক্তির সুযোগ তৈরি হয়েছে।

 


সর্বশেষ সংবাদ