গাজায় স্থায়ী যুদ্ধবিরতির অনুমোদন ইসরায়েলের: হামাস
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ AM
গাজায় যুদ্ধ অবসানের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ইসরায়েল সরকার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ অনুমোদন করেছে। চুক্তি অনুযায়ী, হামাস বন্দীদের মুক্তি দেবে এবং ইসরায়েল গাজার কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে। তবে এই চুক্তি দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার বৃহত্তর পরিকল্পনায় কিভাবে যুক্ত হবে, তা এখনো পরিষ্কার নয়। খবর আল জাজিরার।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের গাজা প্রধান খলিল আল-হাইয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারীরা নিশ্চিত করেছেন যে, যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হওয়ার অর্থ হলো গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে শেষ।
ইসরায়েলি সরকারের পক্ষ থেকে শুক্রবার ভোরে এই যুদ্ধবিরতির পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হামাসকে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে ৭২ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে।
গাজায় গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৬৭,১৯৪ জন নিহত হয়েছেন এবং ১,৬৯,৮৯০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা রয়েছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে অপহরণ করা হয়।