সুমুদ ফ্লোটিলার আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠাচ্ছে ইসরায়েল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৭:১৫ PM
গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে অপহৃত ১৩৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবার) সন্ধ্যায় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশে থাকা ১৩৭ জন কর্মীকে ইসরায়েল থেকে তুরস্কে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি বাহিনী তাদের অপহরণ করার পর জোরপূর্বক ইসরায়েলে নিয়ে যাওয়া হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, কর্মীরা মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং তুরস্কের বাসিন্দা।