ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধবিমান, তীব্র প্রতিক্রিয়া
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ AM
ভেনেজুয়েলা সরকার তাদের উপকূলসংলগ্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানের উপস্থিতি শনাক্তের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে। দেশটির অভিযোগ, এই ঘটনা সামরিক উসকানির শামিল এবং তাদের জাতীয় নিরাপত্তার জন্য স্পষ্ট হুমকি।
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো জানান, ক্যারিবীয় সাগরের আকাশে দেশটির সীমান্তের কাছে অন্তত পাঁচটি এফ-৩৫ যুদ্ধবিমান দেখা গেছে। তিনি একে ‘মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি হুমকি’ হিসেবে বর্ণনা করেন।
পাদ্রিনো বলেন, ‘আমরা তাদের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ভেনেজুয়েলার জনগণকে ভয় দেখানো যাবে না। তারা শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা চায়—কিন্তু যুক্তরাষ্ট্র বারবার সামরিক উত্তেজনা তৈরি করছে।’
ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ এবং একটি বেসামরিক বিমান এই যুদ্ধবিমানের উপস্থিতি নিশ্চিত করেছে।
এক যৌথ বিবৃতিতে দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্কিন যুদ্ধবিমানগুলো উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে ছিল। যদিও তা ভেনেজুয়েলার ২২ কিলোমিটারের আকাশসীমা লঙ্ঘন করেনি, তবুও তারা অভিযোগ করেছে যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং বেসামরিক বিমান চলাচলের জন্য ঝুঁকি তৈরি করছে।
সরকারি বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে হুঁশিয়ার করে বলা হয়েছে, ‘ক্যারিবীয় অঞ্চলের শান্তি বিঘ্নিত করে এমন আক্রমণাত্মক ও উসকানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করুন।’ [সূত্র: আলজাজিরা]