সপ্তাহে সপ্তাহে বাড়ছে বিলিয়নিয়ার, ১৩ বছরে ভারতে ধনীর সংখ্যা এত বেশি?

০২ অক্টোবর ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৮:১১ PM
ভারতের দুই শীর্ষ ধনী মুকেশ আম্বানি ও গৌতম আদানি

ভারতের দুই শীর্ষ ধনী মুকেশ আম্বানি ও গৌতম আদানি © সংগৃহীত

চলতি বছরে ভারতে নতুন করে বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন ২৮৪ জন। এম৩এম-হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, বর্তমানে দেশটিতে অন্তত ১৬৮৭ জন রয়েছেন, যাদের সম্পদের পরিমাণ ১০ মিলিয়নেরও (১০০০ কোটি) বেশি। গত ৫ বছরে এই তালিকায় যুক্ত হয়েছেন প্রায় ৮৫৯ জন। এ বছর যোগ নতুন দেওয়া ধনকুবেরদের সংখ্যা গত বছরের যোগ দেওয়া বিলিয়নিয়ারদের তুলনায় ১৪৮ জন বেশি। হুরুন ইন্ডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক স্টেটসম্যান।

গতকাল বুধবার (১ অক্টোবর) এম৩এম-হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ প্রকাশিত হয়। ১৪তম এই সংস্করণ অনুযায়ী, এ বছর তালিকাভুক্ত ধনীরা প্রতিদিন গড়ে ১৯৯১ কোটি টাকা করে সম্পদ বাড়িয়েছেন। স্টেটসম্যান বলছে, চলতি বছরে গড়ে প্রতি সপ্তাহে একজন করে নতুন ধনকুবের যুক্ত হয়েছেন দেশটির ধনীদের তালিকায়, যা ১৩ বছর আগে প্রকাশিত প্রথম তালিকার তুলনায় প্রায় ছ’গুণ বেশি।

প্রতিবেদন অনুযায়ী, তাদের সম্মিলিত সম্পদ দাঁড়িয়েছে ১৬৭ লক্ষ কোটি টাকায়, যা গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। তুলনা করলে দেখা যায়, এই অঙ্ক স্পেনের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) থেকেও বড় এবং ভারতের জিডিপির প্রায় অর্ধেকের সমান। তবে গড় সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। গত বছর যেখানে গড় সম্পত্তি ছিল ১০,৩২০ কোটি টাকা, সেখানে এ বছর তা নেমে এসেছে ৯,৮৫০ কোটিতে। হুরুন জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের শুল্কসংক্রান্ত টানাপোড়েন এবং ভূ-রাজনৈতিক অস্থিরতার জন্য ধনকুবেরদের গড় সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছে।

আবার এই তালিকায় শীর্ষ ১০ জন ধনীর সম্পদ বেড়েছে আরও দ্রুত গতিতে। গত বছর যেখানে শীর্ষ দশে প্রবেশ করতে সম্পদ থাকতে হত ১.৬৩ লক্ষ কোটি টাকা, এ বছর সেই সীমা বেড়ে দাঁড়িয়েছে ১.৮৩ লক্ষ কোটি টাকায়। পাশাপাশি এই শীর্ষ দশ ধনীর গড় বয়স কমে দাঁড়িয়েছে ৬৯ বছরে। আশ্চর্যজনকভাবে, শীর্ষ দশ জনের হাতে সম্পদের পরিমাণ তালিকার বাকি সবার মোট সম্পদের ২৮ শতাংশের সমান।

প্রতিবেদন বলছে, নতুন প্রজন্মের ধনীদের উত্থানে বড় ভূমিকা রেখেছে স্টার্টআপ। এ বছর তালিকায় ৯৭ জন স্টার্টআপ প্রতিষ্ঠাতার নাম উঠেছে, যাদের মধ্যে ৪৬ জন একেবারে নতুন মুখ। এর মধ্যে ১২ জন আবার তালিকাভুক্ত সংস্থার উদ্যোক্তা। শুধু তাই নয়, এবার নতুন অন্তর্ভুক্তদের মধ্যে প্রায় ৭৪ শতাংশই স্বনির্মিত শিল্পোদ্যোগী, যা ভারতের ঐতিহ্যবাহী শিল্পের বাইরে নতুন ধনকুবের তৈরির প্রবণতা স্পষ্ট করছে।

খাতভিত্তিক হিসেবে দেখা গিয়েছে, ওষুধশিল্পে সবচেয়ে বেশি ধনী তৈরি হয়েছে, ১৩৭ জন। তার পরে রয়েছে শিল্পপণ্য (১৩২) এবং রাসায়নিক ও পেট্রোকেমিক্যাল খাত (১২৫)। শহরভিত্তিক পরিসংখ্যানে এখনও শীর্ষে মুম্বাই। এখানকার ৪৫১ জনের নাম উঠে এসেছে তালিকায়। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, ২২৩ জন। ১১৬ জন ধনকুবের নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। নারীরাও পিছিয়ে নেই। এ বছর ১০১ জন মহিলা স্থান পেয়েছেন এই তালিকায়, তাদের মধ্যে ২৬ জন কোটিপতি।

গড় বয়সের হিসাবে তালিকায় নাম থাকা পুরুষ ও মহিলাদের বয়স সমান, অর্থাৎ ৬৫ বছর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নব্বইয়ের দশকে জন্ম নেওয়া ২০ জন তরুণ উদ্যোক্তাও জায়গা করে নিয়েছেন ভারতের এলিট কোটিপতি ক্লাবে।

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9